‘অমর একুশে বইমেলা’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বছরের মেলার প্রতিপাদ্য ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা শুরু হলেও এখনো অনেক স্টলের সাজসজ্জা চলছে। মেলাপ্রাঙ্গণ থেকে ১ ফেব্রুয়ারি দুপুরে ছবি তুলেছেন লোকনাথ ঘোষ।

এবারের মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এর সংখ্যা ছিল ৬৩৫টি। 

এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে ৬০৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। 

মোট ৩৭টি প্যাভিলিয়নের ৩৬টিই থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে ১টি। 

০১-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। 

ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। 

০১ ফেব্রুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

ঢাকা/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল

এছাড়াও পড়ুন:

সেন্ট মার্টিনের সাগরে ছাড়া হলো ১৮৩টি কাছিমের বাচ্চা

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের হ্যাচারিতে জন্ম নেওয়া ১৮৩টি কাছিমের বাচ্চা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিসংলগ্ন পশ্চিম সৈকতে বাচ্চাগুলো বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হয়।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘আমার সেন্ট মার্টিন’ নামের সামাজিক সংগঠনের সমন্বয়ক আলী হায়দার। তিনি জানান, চলতি বছর সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন স্থান থেকে আট শতাধিক কাছিমের ডিম সংগ্রহ করেন ‘আমার সেন্ট মার্টিন’–এর সদস্যরা। এসব ডিম তাঁরা পরিবেশ অধিদপ্তরের মেরিন পার্ক হ্যাচারিতে সংরক্ষণ করেন। সেখানেই কাছিমের ডিম ফুটে বাচ্চা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই মাস আগে সংগ্রহ করা ১৮৩টি ডিম থেকে বাচ্চা ফুটেছে। পরে বাচ্চাগুলো গতকাল বুধবার বিকেলে সেন্ট মার্টিনসংলগ্ন সাগরে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আমার সেন্ট মার্টিনের সংগঠক আয়াত উল্লাহ, পরিবেশ অধিদপ্তরের কর্মী আবদুল আজিজসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা।

কয়েক বছর ধরে সেন্ট মার্টিন সৈকত থেকে কাছিমের ডিম সংগ্রহ করছে সংগঠনটি। চলতি মৌসুমে এ পর্যন্ত আট শতাধিক ডিম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এক সপ্তাহ আগে আরও ১৭০টি কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়।

আমার সেন্ট মার্টিনের সমন্বয়ক আলী হায়দার বলেন, সেন্ট মার্টিনকে কচ্ছপসহ সব সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে। পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে হলে জীববৈচিত্র্য রক্ষা করা জরুরি। তারই অংশ কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ