ওয়ার্ল্ড মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে সদ্য অনুষ্ঠিত হওয়া কোল্ডপ্লের কনসার্টে। ব্রিটিশ এই ব্যান্ডের ওয়ার্ল্ড ট্যুর শেষ হতে আরও আট মাস বাকি। তার আগেই বিশ্বরেকর্ড গড়ে ফেলল এ রক ব্যান্ডটি। সম্প্রতি ভারতের মুম্বাই এবং আহমেদাবাদে সব মিলিয়ে পাঁচটি শো করেছেন ক্রিস মার্টিনরা। তার পরেই গিনেস বুকে নাম লেখাল কোল্ডপ্লে।

জানা গেছে, গত ২৬ জানুয়ারি নিজেদের বৃহত্তম কনসার্টের রেকর্ড গড়েছিলেন ক্রিস মার্টিনরা। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার দর্শক এসেছিলেন কোল্ডপ্লের কনসার্টে। বৃহত্তম কনসার্টের নজির গড়তে পারেনি ব্রিটিশ ব্যান্ডটি। ২০১৭ সালে ২ লাখ ২৫ হাজার দর্শক হয়েছিল ইতালির মদেনা পার্কে অনুষ্ঠিত ইতালিয়ান সংগীতশিল্পী ভাস্কো রোসির কনসার্টে। যে রেকর্ড আজও ভাঙতে পারেনি কেউ। 

ক্লোডপ্লের আগে ওয়ার্ল্ড ট্যুরে সবচেয়ে বেশি দর্শক সমাগম হওয়ার রেকর্ড ছিল মার্কিন গায়িকা টেইলর সুইফটের দখলে। তাঁর ‘দ্য ইরাস ট্যুরে’ সবচেয়ে বেশি দর্শক হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিল কোল্ডপ্লের ‘মিউজিক অফ দ্য স্ফিয়ার্স ট্যুর’। গত বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে জানানো হয়, মিউজিক ট্যুরের নিরিখে ইতিহাস গড়েছে ব্রিটিশ রক ব্যান্ড। এই প্রথমবার কোনো মিউজিক ট্যুরে এত বেশি দর্শক হয়েছে। নতুন রেকর্ড গড়া কোল্ডপ্লেকে শুভেচ্ছাও জানানো হয়েছে গিনেসের পক্ষ থেকে।

কোল্ডপ্লের ওয়ার্ল্ড ট্যুরে ভারতে একটিমাত্র কনসার্ট করার কথা ছিল। যদিও ভক্তদের চাপে মুম্বাই এবং আহমেদাবাদ মিলিয়ে মোট পাঁচটি অনুষ্ঠান করে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড। সব অনুষ্ঠানে ছিল উপচে পড়ে ভিড়। এমনকী টিকিটের কালোবাজারির অভিযোগ ওঠে। ভারতের একাধিক তারকাও ছিলেন তাদের কনসার্টে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র কনস র ট র কর ড

এছাড়াও পড়ুন:

ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৬

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তের ঘটনায় ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। শনিবার ফিলাডেলফিয়ার মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার পর লিয়ারজেট ৫৫ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানবন্দর থেকে চার মাইলেরও কম দূরে এটি বিধ্বস্ত হয়।

এফএএ এক বিবৃতিতে জানিয়েছে যে ফ্লাইটটি মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন জাতীয় বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ফিলাডেলফিয়ার ঘনবসতিপূর্ণ অংশে অবস্থিত তিন তলা বিশিষ্ট শপিং সেন্টার রুজভেল্ট মলের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি ছাদযুক্ত আবাসন এবং দোকানপাটে পরিপূর্ণ।

ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটিতে থাকা ছয়জনের সবাই নিহত হয়েছেন। এদের মধ্যে এক শিশু ও তার মা, একজন ডাক্তার, প্যারামেডিক, পাইলট এবং কোপাইলট রয়েছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ