‘তিনটি শর্ত মেনে নিলেই ঐক্যবদ্ধ ইজতেমা সম্ভব’
Published: 1st, February 2025 GMT
তিনটি শর্ত মেনে নিলে ঐক্যবন্ধ ইজতেমা সম্ভব বলে জানিয়েছেন শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশ’র শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে পুলিশের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, “যে কারণে ইজতেমা বিভক্ত হলো সে কারণটা সমাধান হলেই ঐক্যবদ্ধ হওয়া যায়। ওই কারণটার জন্য আমাদের ওলামায়ে কেরাম ও সারা বিশ্বের আলেমরা তিনটি শর্ত দিয়েছেন।”
আরো পড়ুন:
বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু
বৃহস্পতিবার মাগরিবের পর বিশ্ব ইজতেমা শুরু
শর্তগুলো হলো- মাওলানা সাদ নিজেকে এককভাবে নেতা মনে করছেন। আমরা বলেছি, এককভাবে নয়, এটি একটি সুরার মাধ্যমে চলবে।
আরেকটি হচ্ছে উনি (মাওলানা সাদ) নিজস্বভাবে উনার দাদা পর-দাদারা ইজতেমার জন্য তাবলিগের যে নিয়ম করে গেছেন, মাশওয়ারা ছাড়াই নতুন নতুন কিছু নিয়ম সৃষ্টি করেছেন। যা বাদ দিতে হবে।
তৃতীয় শর্তটি হচ্ছে, মাওলানা সাদ সাহেব কোরআন হাদিসের খেলাফ যেসব মনগড়া বক্তব্য দিয়েছেন, সেগুলো থেকে তাকে ফিরে আসতে হবে।
প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, “এই তিনটি জিনিস যদি মাওলানা সাদ সাহেব মেনে নেন, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে আর কোনো বাধা থাকবে না। আমাদের সঙ্গে কারো কোনো দুশমনি বা টাকা পয়সার জন্য ভাগ হয়নি। আমরা শরিয়তের কারণে এখানে আটকে আছি।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ ব ইজত ম ইজত ম
এছাড়াও পড়ুন:
‘তিনটি শর্ত মেনে নিলেই ঐক্যবদ্ধ ইজতেমা সম্ভব’
তিনটি শর্ত মেনে নিলে ঐক্যবন্ধ ইজতেমা সম্ভব বলে জানিয়েছেন শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশ’র শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে পুলিশের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, “যে কারণে ইজতেমা বিভক্ত হলো সে কারণটা সমাধান হলেই ঐক্যবদ্ধ হওয়া যায়। ওই কারণটার জন্য আমাদের ওলামায়ে কেরাম ও সারা বিশ্বের আলেমরা তিনটি শর্ত দিয়েছেন।”
আরো পড়ুন:
বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু
বৃহস্পতিবার মাগরিবের পর বিশ্ব ইজতেমা শুরু
শর্তগুলো হলো- মাওলানা সাদ নিজেকে এককভাবে নেতা মনে করছেন। আমরা বলেছি, এককভাবে নয়, এটি একটি সুরার মাধ্যমে চলবে।
আরেকটি হচ্ছে উনি (মাওলানা সাদ) নিজস্বভাবে উনার দাদা পর-দাদারা ইজতেমার জন্য তাবলিগের যে নিয়ম করে গেছেন, মাশওয়ারা ছাড়াই নতুন নতুন কিছু নিয়ম সৃষ্টি করেছেন। যা বাদ দিতে হবে।
তৃতীয় শর্তটি হচ্ছে, মাওলানা সাদ সাহেব কোরআন হাদিসের খেলাফ যেসব মনগড়া বক্তব্য দিয়েছেন, সেগুলো থেকে তাকে ফিরে আসতে হবে।
প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, “এই তিনটি জিনিস যদি মাওলানা সাদ সাহেব মেনে নেন, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে আর কোনো বাধা থাকবে না। আমাদের সঙ্গে কারো কোনো দুশমনি বা টাকা পয়সার জন্য ভাগ হয়নি। আমরা শরিয়তের কারণে এখানে আটকে আছি।”
ঢাকা/রেজাউল/মাসুদ