শেষ হলো তিনদিনের বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল। গত বুধবার শুরু হওয়া এ আয়োজন শেষ হয় গতকাল রাতে। নাচ, গান, আলো ও সংস্কৃতির দৃষ্টিনন্দন আয়োজন উপলক্ষে মারমেইডবিচ রিসোর্টের আঙিনায় সাজানো হয় পৃথক ছয়টি মঞ্চ। গভীর রাত পর্যন্ত পৃথক মঞ্চে চলে ভিন্নভিন্ন পরিবেশনা। একদিকে চলছে ডিজে, অন্যদিকে কাঁকড়াসদৃশ মঞ্চে তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে আসা ম্রো, মারমা, ত্রিপুরা, চাকমা, পাংখোয়া তরুণীরা ছাতানৃত্য, বোতলনৃত্য, জুমনৃত্য, বাঁশনৃত্য পরিবেশন করেন। আরকক্সবাজারের রাখাইন তরুণীরাপরিবেশন করেন থালানৃত্য। এছাড়া কয়েকটি স্টলেনানা ধরনের মুখরোচক খাবারেরপরিবেশনা।
উৎসবের সমাপনী দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড.
ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘এমন উৎসব আসলে অসাধারণ। এখানে যেমন আধুনিকতার ছোঁয়া আছে, তেমনিরয়েছে লাইটিংয়ের নান্দনিকতা, আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাউলগান এবং আদিবাসীদের নৃত্য। এটি সত্যিইদারুণ। তরুণ প্রজন্মের পাশাপাশি বিদেশীরাও আমাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা পেলো।
মেরিন ড্রাইভের প্যাঁচার দ্বীপ সৈকতে অবস্থিত মারমেইড বিচ রিসোর্টে আয়োজিত এই উৎসবে দেশ-বিদেশের শিল্পীদেরপরিবেশনায় ছিল বর্ণিল আয়োজন। ফায়ার শো, লাইটিং ডিসপ্লে এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ দর্শকদের মুগ্ধ করে।এছাড়া উৎসবে প্রদর্শিত হয় এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের সেরা পুরস্কার পাওয়া চলচ্চিত্র ‘বলী: দ্য রেসলার’।
বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের আয়োজক মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরীবলেন, তিনদিনের এ উৎসবে জাপান, থাইল্যান্ড, নেপাল, ভুটান, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্রসহ ১৫ দেশের ২০০ বিদেশিপর্যটকসহ অন্তত দুই হাজার জন অংশ নেয়। । সমুদ্রতীরেনিরিবিলি পরিবেশে আনন্দ উল্লাস করতে পেরে সবাই খুশি। কক্সবাজারের পর্যটনের পাশাপাশি দেশের সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই এই আয়োজন। তিনি আরও বলেন বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের সাফল্যে তারা উৎসাহিত এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনেরপরিকল্পনা রয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় শিল্প ও সংস্কৃতি উৎসবগুলোর মধ্যে অন্যতম ‘বার্নিং ম্যান’ উৎসব যুক্তরাষ্ট্রের নেভাদার ব্ল্যাক রকসিটিরমরুভূমিতে প্রতিবছর অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, উদ্যোক্তা ও দর্শকেরা একত্র হন। সৃজনশীলতা, মুক্ত পরিবেশ এবং স্বাধীনতা এগুলোই হচ্ছে উৎসবের মূলমন্ত্র। বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল সেই একই প্রেরণা।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ব শ
এছাড়াও পড়ুন:
বশেমুরবিপ্রবিতে তরুণ উদ্যোক্তা উৎসব আয়োজিত
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগ উদ্যোক্তা উৎসবের আয়োজন করেছে। তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তত্ত্বীয় লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে শিক্ষার অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তারা উদ্যোক্তা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া তরুণ উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসার বিষয়ে কথা বলেন।
অতিথিরা বলেন, “এ ধরনের অনুষ্ঠান তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব ভূমিকা পালন করে। আমাদের দেশকে এগিয়ে নিতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হওয়া প্রয়োজন। এমন একটি সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ আয়োজকদের।"