বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের শেষ দিন আজ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচের ফল খুলনার প্লে-অফ ভাগ্য নির্ধারণ করবে। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। তবে বরিশাল ও চিটাগং ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করায় সে ম্যাচ অনেকটাই নিয়মরক্ষার।  

এর আগে রংপুর রাইডার্সও প্লে-অফে জায়গা করে নিয়েছে। চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফে জায়গা পেতে হলে আজ ঢাকার বিপক্ষে জয় ভীষণ জরুরি খুলনার জন্য। মেহেদী হাসান মিরাজের দল সে লক্ষ্যে খেলতে নেমে সহজ লক্ষ্যই পেয়েছে।  

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় ঢাকা ক্যাপিটালস। তবে খুলনার বোলারদের দাপটে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। তানজিদ হাসান তামিমের হাফসেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২২ রান সংগ্রহ করে ঢাকা।  

ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করে ঢাকার দুই ওপেনার তামিম ও লিটন দাস। ২.

৪ ওভারে উদ্বোধনী জুটিতে আসে ২৯ রান। তবে ১০ রান করেই বিদায় নেন লিটন দাস। এরপর ঢাকার হয়ে লড়াই করেন কেবল তামিম। দলীয় ৫৩ রানের মাথায় হাবিবুর রহমান সোহান ফিরলে চাপ আরও বাড়ে ঢাকার ওপর। ফরমানউল্লাহ ২০ বলে ৭ রান করে বিদায় নিলে ব্যাটিং ধুঁকতে থাকে দলটি। তামিম একাই রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। ৩৭ বলে ৭ ছক্কা ও ১ চারে ৫৩ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হন তিনি। তার বিদায়ের পর ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে।  

সাব্বির রহমান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ১৭ বলে ২০ রান করে তিনিও ফিরলে ২০ ওভার শেষে ঢাকার ইনিংস থামে ১২২ রানে, ৯ উইকেট হারিয়ে। এখন খুলনা টাইগার্সের সামনে প্লে-অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সহজ লক্ষ্য মাত্র ১২৩ রান।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

মসজিদের সিঁড়িতে ব্যবসায়ীকে গুলি

নাটোরের সিংড়ায় মসজিদের সিঁড়িতে ওসমান গনি বাবু নামে এক চাল ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুলিটি আহতের কোমরের নিচে লেগেছে। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ওসমান গনি বাবু একই গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে। তিনি চাল ব্যবসায়ী। 

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত

গোপালগঞ্জে ‘সমন্বয়ক’ আখ্যা দিয়ে হামলা, আহত ৮

ওসি আসমাউল হক জানান, আজ ভোর ৬টার দিকে ফজরের নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান ওসমান গনি বাবু। মসজিদের সিঁড়িতে উঠতেই পেছন থেকে তাকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় একটি গুলি তার কোমরের নিচে লাগে। পরে মসজিদের অন্য মুসুল্লিদের চিৎকার শুনে বাবুর স্বজনরা ঘটনাস্থলে আসেন। তারা বাবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।” 

তিনি আরো বলেন, “ওসমান গনি বাবুকে কে বা কারা কী কারণে গুলি করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ