পরী বললেন, আমরা সবাই খুশি, এখন বাড়ি যাবো
Published: 1st, February 2025 GMT
হালের ক্রেজ পরীমণি সারা বছরই আলোচনায় থাকেন। ২০২৩ সালের শেষের দিকে ‘ডোডোর গল্প’ শিরোনামের সিনেমার শুটিং শুরু করেন তিনি। একবছর চার মাস তেইশ দিন শুটিংয়ের পর শেষ হলো সিনেমাটির শুটিং। খুশির এই সংবাদটি পরী নিজেই তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে জানিয়েছেন। সিনেমাটিতে সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেন পরীমণি।
ভিডিওতে পীরকে বলতে শোনা যায়, ‘‘অবশেষে ১৬ মাস শুটিং শেষে আমাদের ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ হয়েছে। আমরা সবাই খুশি। এখন বাড়ি যাবো।’
এরপর তিনি কাজটি শেষ করা নিয়ে আরো জানান, গল্পের কারণে মাঝে শুটিংয়ে কিছুটা বিরতি হয়। তবে কাজটি ভালো ভাবে যত্ন নিয়ে কারায় তিনি বেশ উচ্ছ্বাসিত।
পরীর কাছে এই সিনেমাটি অনেক স্পেশাল। কারণ ‘ডোডোর গল্প’ দিয়ে তিনি মাতৃত্বকালীন বিরতি থেকে প্রায় দুই বছর পর শুটিংয়ে ফিরেন। তাই নিজের সর্বোচ্চ দিয়ে কাজটি করেছেন এই নায়িকা।
পরী বলেন, “আমার কছে প্রতিটি সিনেমাই গুরুত্বপূর্ণ। কারণ অভিনয় করতে আমি ভালোবাসি। সেই ভালোবাসা থেকে আমার দর্শকের জন্য আরও একটি সিনেমার শুটিং সম্পন্ন করলাম। আশাকরছি এটি সবার পছন্দ হবে।”
জি-সিরিজ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক। এতে ‘কাজল চৌধুরী’ চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার ‘রায়হান’ চরিত্রে দেখা যাবে সাইমন সাদিককে।
সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়।
ঢাকা/রাহাত/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইফতারের দোয়া
রোজা রাখার পুরস্কার অনেক। রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার।
নবীজি (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।’ (বুখারি, ১৯০৪)
ইফতারের আগে দোয়া: ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)
ইফতারের দোয়া বাংলাহে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।
রোজার নিয়ত