বাংলালিংক-এর টিভিসি’র মাধ্যমে সবার কাছে পরিচিতি পেয়েছিলেন নিরব। এরপর অসংখ্য বিজ্ঞাপনে তাকে দেখা গেলেও গেল কয়েক বছর ধরে নিরব সিনেমায় মনোযোগী। এবার বিজ্ঞাপনে দেখা গেলো নিরবকে। এ যাত্রায় তার সঙ্গী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
শুক্রবার বিএফডিসিতে সেট ফেলে হয়েছে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ। এটি নির্মাণ করছেন ‘বেস্ট ফ্রেন্ড’-খ্যাত নির্মাতা প্রবীর রায় চৌধুরী। নব্বই দশকের সাড়া জাগানো মডেল নোবেল ও মৌ-এর পারফর্ম করা ‘শাহাজাদী মেহেদী’র বিজ্ঞাপনের ছোয়া রেখে রিমেক করা হচ্ছে এটি।
নিরব বলেন, নাইন্টিজ কিডসরা সহজেই রিকল করতে পারবেন ‘শাহাজাদী মেহেদী’র এই বিজ্ঞাপন। যেখানে নোবেল ভাই ও মৌ আপু ছিলেন। সেই কাজটি নতুন করে আবার রিমেক হচ্ছে। আয়োজনও বেশ ভালো। এ কারণে আমার কাছে মনে হলো ভালো এই কাজটির সঙ্গে থাকা যায়।
অমিতাভ ভাই (অমিতাভ রেজা)-এর পরিচালনায় নোবেল ভাইয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম বহু বছর আগে। এবার নোবেল ভাইয়ের সেই বিজ্ঞাপন আমি করছি, সঙ্গে কেয়া পায়েল রয়েছে। কাজটি করতে গিয়ে পজিটিভ ভাইব পাচ্ছি। দর্শকরাও হয়তো পাবেন।
নির্মাতা সূত্রে জানা যায়, নিরব-কেয়া পায়েলের এই বিজ্ঞাপনটির আগামী মাস থেকে বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচারে আসবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল জাপানে
গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে জাপান। এমন পরিস্থিতিতে আগুন নেভাতে দুই হাজার দমকলকর্মী মোতায়েন করেছে দেশটি। সেই সঙ্গে ৪ হাজার ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এরই মধ্যে দেশটির প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূলের এ ভয়াবহ দাবানলে অন্তত একজন মারা গেছেন। জাপানের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার জানিয়েছে, ওফুনাতো শহরের কাছে আগুন প্রায় ২ হাজার ১০০ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছে।
টোকিওসহ জাপানের ১৪টি অঞ্চলের দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। আগুন নেভানোর চেষ্টা করছে সেনাবাহিনীসহ ১৬টি হেলিকপ্টার। জাপানের কর্মকর্তাদের মতে, এখন পর্যন্ত এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত তিন হাজারের বেশি মানুষ। খবর- আলজাজিরা