ডিএসইতে লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম
Published: 1st, February 2025 GMT
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ জানুয়ারি) কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।
শনিবার (১ ফেব্রুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে এডিএন টেলিকম লিমিটেডের গড়ে ১০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.
আরো পড়ুন:
তিন কোম্পানির পর্ষদ সভা স্থগিত
ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতে পতন
তালিকার দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের ৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৪০ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের ৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৩৯ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ২.৩৩ শতাংশ, ড্রাগন সোয়েটারের ২.৩০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.২৯ শতাংশ, মালেক স্পিনিংয়েরে ১.৯৩ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১.৮৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১.৭৫ শতাংশ ও এসিআইয়ের ১.৭৩ শতাংশ লেনদেন হয়েছে।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সপ্তাহজুড়ে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন
বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্রাবস্থায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ১৭২ কোটি ৬২ লাখ টাকা বাজার মূলধন যোগ হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি ৫৮ লাখ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১৭২ কোটি ৬২ লাখ টাকা বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫৯০ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৩৫১ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৩৮ কোটি ৫৭ লাখ টাকা বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ১ হাজার ৯০৫ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬১ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
এসকেএস