গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ১২-১৪ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির মালিকের হাত-পা বেঁধে রেখে ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে।

শনিবার ভোর ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজীব আহমেদ শাওন খানের বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাজীব আহমেদ শাওনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মীয়স্বজন ওই বাড়িতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সবাই চলে যান। এরপর গভীর রাতে মুখোশধারী ডাকাত দল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়।

পরিবারের সদস্যরা জানান, রাত ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে দরজা খুলে যায়। ১২-১৪ জনের অস্ত্রধারী দল ঘরে ঢুকে রাজীব ও তার স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা বাড়ির চারটি কক্ষ তন্ন-তন্ন করে খুঁজে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে কথা বলতে নিষেধ করে। 
রাজীব আহমেদ শাওনের স্ত্রী শাম্মী আক্তার বলেন, ডাকাতরা আমার স্বামীর হাত-পা বেঁধে ফেলে এবং আমার কাছ থেকে চাবি নিয়ে চারটি রুমের আলমারি খুলে ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে। যাওয়ার সময় তারা হুমকি দেয়, ‘আরেকটা বাড়িতে ডাকাতি করব, কাউকে যেন ফোন না দাও’।

রাজীব হাসান খান জানান, আমাদের বাড়ির বারান্দার গ্রিলে ভেতর থেকে তালা দেওয়া ছিল। গভীর রাতে ডাকাত দল তালা ভেঙে বারান্দায় প্রবেশ করে এবং শক্ত কিছু দিয়ে কাঠের দরজা ভেঙে ফেলে। তারা আমার হাত-পা বেঁধে ফেলে মালামাল লুট করে নিয়ে যায়। তবে ডাকাতিকালে কাউকে মারধর করেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৯ মাসে সাত সিরিজ, ব্যস্ত সূচিতে বাংলাদেশ

২০২৫ সালটা বেশ ব্যস্তভাবে কাটাতে চলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৯ মাসে জিম্বাবুয়ে থেকে শুরু করে আয়ারল্যান্ড পর্যন্ত সাতটি আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে টাইগাররা। প্রতি মাসেই মাঠে নামতে হবে ব্যাট-বলের লড়াইয়ে।

এপ্রিলেই সূচনা হচ্ছে বাংলাদেশের ব্যস্ত ক্রিকেট বছরের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে যাত্রা। এরপর মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে, যেখানে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। জুন মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাবে শ্রীলঙ্কা। সেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই মাঠে নামবে দুই দল।

জুলাইয়ে আবার পাকিস্তান আসবে বাংলাদেশে। তবে এবার শুধু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এরপর আগস্টে শক্তিশালী ভারত দল সফরে আসবে। তারা খেলবে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। অক্টোবরে টাইগারদের প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজেও থাকবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।  

সবশেষে নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজে থাকছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি। সব মিলিয়ে ব্যস্ত ও চ্যালেঞ্জিং একটি বছর অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

সম্পর্কিত নিবন্ধ

  • ২৫ লাখ টাকার স্বর্ণালংকার ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন খাইরুল
  • সুপার লিগের টিকিট পাওয়ার লড়াই
  • বোলার বল ছুড়তেই স্টেডিয়াম অন্ধকার, এরপর যা হল
  • জয়পুরহাটে বাজারের ৭ নৈশপ্রহরীকে বেঁধে ‘ডাকাতি’, মাল নিয়ে ট্রাকে করে পলায়ন
  • সাভারে দিনের বেলায় যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাই
  • স্বর্ণভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন অটোরিকশাচালক
  • নাটকের মঞ্চায়ন বাতিল ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে: পুলিশ
  •  সোনারগাঁয়ে বাড়ির দেয়ালে চিঠি দিয়ে ডাকাতির হুমকি
  • ‘ম্যাডাম ফুলি’ নির্মাতা শহিদুল ইসলাম খোকনকে হারানোর নয় বছর
  • ৯ মাসে সাত সিরিজ, ব্যস্ত সূচিতে বাংলাদেশ