বার বার নিজের বিয়ে ভাঙায় খুশি জাহিদ হাসান
Published: 1st, February 2025 GMT
অভিনয় কমিয়ে দিয়েছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। ভালো গল্প ও চরিত্র পেলেই অভিনয় করছেন তিনি। বেশ বিরতির পর নতুন ধারাবাহিক নিয়ে আসছেন এই অভিনেতা। ধারাবাহিকের নাম ‘ভাল্লাগে না’। জাকির হোসেন উজ্জ্বল রচিত নাটকটি পরিচালনা করেছেন হানিফ খান।
পুলকের বিয়ে নিয়ে সবাই খুব এক্সাইটেড। ব্যান্ডপার্টির সঙ্গে নাচানাচি করছে মহল্লার যুবকরা। এমন সময় একজন ছুটে এসে জানায়, এ বিয়ে হবে না। বিয়ের পাত্রী নাকি পালিয়ে গেছে। বিয়েবাড়ির সব মানুষ যেন আকাশ থেকে পড়ে। পুলকের বিয়ে ভাঙার ঘটনা এটাই প্রথম না। এর আগেও সাতবার বিয়ে ভেঙেছে তার। বিয়ে ভাঙতে ভাঙতে সবাই তার বিয়ের আশা ছেড়েই দিয়েছে। পুলকের বোন অনেক খাটাখাটুনি করে এই বিয়েটা ঠিক করেছিল। পাত্রীপক্ষ এমনকি পাত্রী নিজেও পুলককে পছন্দ করেছে। সপ্তমবারের মতো এই বিয়ে ভাঙার ঘটনায় পুরো বাড়ির সবার মন ভেঙে যায়; কিন্তু কেবল একজনই খুশি। সে হচ্ছে পুলক নিজে। এভাবেই এগিয়ে যায় গল্প। নাটকে পুলক চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান।
জাহিদ হাসান বলেন, ‘ভালো গল্প ও চরিত্র না পেলে অভিনয়ের ইচ্ছা জাগে না। নাটকের গল্পটি অসাধারণ। বিয়ে ও বিয়েভীতির গল্প রয়েছে এতে। বিনোদনের পাশাপাশি এতে কিছু বক্তব্যও রয়েছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’
আজ রাত থেকে বৈশাখী টিভিতে প্রচার শুরু হচ্ছে ‘ভাল্লাগে না’ নাটকটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১১ জনকে গ্রেপ্তার
আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।
তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।