দুইজন দুই প্ল্যাটফর্মের তারকা শিল্পী। একজন বড়পর্দার অন্যজন ছোটপর্দার। তবে অপু বিশ্বাসকে বর্তমানে অভিনয়ে কম দেখা গেলেও মুশফিক আর ফারহান এখন ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন। তার নাটক মানেই দর্শকের আলাদা আগ্রহ।

শুক্রবার রাতে বাংলাদেশ মেকাপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই দুই তারকাকে পাওয়া গেলে এক মঞ্চে। এসময় দুজন দুজনের হাত থেকে সন্মাননা গ্রহণ করেন।

অপু বিশ্বাস বলেন, ‘অবসর সময়ে মুশফিক আর ফারহানের নাটক আমি দেখি। তার অভিনয় আমাকে মুগ্ধ করে। তিনি খুব মিষ্টি একটা মানুষ।’ এরপর ফারহানকে প্রশ্ন ছুড়ে অপু বলেন, ‘ফারহান, আপনি সিনেমায় আসেন না কেনো?’ অপুর প্রশ্ন শুনে মাথা নাড়িয়ে হেসে সম্মতি জানান ফারহান।

পরে মাইক্রোফোন হাতে নিয়ে অপু বিশ্বাসের উদ্দেশ্যে মুশফিক বলেন, ‘আপনাকে ধন্যবাদ ম্যাম। এতো ব্যস্ততার মাঝে আপনি আমার কাজ দেখেন এটা শুনে আমি আনন্দিত। এছাড়া আপনার মত গুণী একজন অভিনেত্রীর মুখ থেকে দুই লাইন প্রশংসা আমার জন্য বড় পাওয়া।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মানসিক দক্ষতা বাড়ানোর কৌশল নিয়ে মেলায় আসিফ ইকবালের বই

সালটা ২০০৬। মানুষের মুখে মুখে ফিরেছিল একটি গান ‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে’।  চ্যানেল  আইয়ে সাড়া ফেলা গানের রিয়েলিটি শো  ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ’ এর টাইটেল ট্র্যাক ছিল এটি। শওকত আলী ইমনের সুরে গানটির কথা লিখেন গীতিকার আসিফ ইকবাল। সেই গানের শিরোনামেই এবার বইমেলায় বই প্রকাশ করছেন আসিফ ইকবাল। নাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’। তবে বইটি শোবিজ কাজ বিষয়ক নয়, ব্যক্তি জীবনে মানসিক দক্ষতা বাড়াতে নানা কৌশল ও অভিজ্ঞতা নিয়েই এই বই। 

আসিফ ইকবাল ঢাকার শোবিজ ইন্ডাষ্ট্রির একজন সফল গীতিকার হলেও  তার বড় পরিচয় তিনি বাংলাদেশের একজন সফল কর্পোরেট ব্যক্তিত্ব। দেশের খ্যাতিমান একাধিক প্রতিষ্ঠানে বহুমাত্রিক ও নানান উদ্ভাবনী কাজ করে প্রশংসিত হয়েছেন। সাফল্যের সঙ্গে এ অঙ্গনে তিন দশক পার করেছেন তিনি। সফল হওয়ার সেই অভিজ্ঞতার থেকেই  প্রকাশ করেছেন নতুন বই ‘যদি লক্ষ্য থাকে অটুট’।

আসিফ ইকবাল বলেন, ‘আমরা মনে করি মানুষের শারীরিক ও প্রযুক্তিগত দক্ষতা মানুষকে সফল করে। আসলে প্রত্যেকের সাফল্যের পেছনে মানসিক দক্ষতাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এই মানসিক দক্ষতা বিষয়টির প্রতি জোর দিয়ে সুন্দর বর্ণনার বই আমার চোখে খুব একটা পড়েনি। সে বিষয়টিকেই  সুন্দর একটি ফর্মেটে দাঁড় করিয়ে বইটি লিখেছি।   এই বইটি ফলো করলে প্রত্যেক মানুষ তার নিজ নিজ ক্ষেত্রে সফল হতে পারবেন বলে আমি বিশ্বাস করি।’ 

আসিফ ইকবাল আরও বলেন,  যারা সফল হতে চান, কেবল তাদের জন্য এই বই তেমন কিন্তু নয়। তারা কর্মজীবনে সফল তারা সেই সাফল্য  টিকিয়ে রাখতে চান তাদের জন্যও এই বই।  আমার ৩০ বছরের ক্যারিয়ারের দেশ বিদেশর নানা অভিজ্ঞতার গল্প লেখায় উপস্থাপন করেছি। আমার বিশ্বাস যা সবার বেলাতেই কাজে লাগবে। ব্যক্তিকে তার মানসিক দক্ষতা বাড়িয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিতে এই বই প্রচুর পরিমাণে সহায়তা করবে। 

বিশেষ করে পড়াশোনা শেষ করে চাকরি শুরু করবেন, বা করছেন, কিংবা উদ্যোক্তা হবেন বা উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেছেন তাদের কাঙ্খিত যাত্রায় পৌছে দিতে এই বই বড় নিয়ামক হিসেবে কাজ করবে বলেই জানান লেখক। 

বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে বইটি। আপাতত নেওয়া হচ্ছে  প্রি-অর্ডার। চাইলে  +৮৮০১৭০৮১৬৬২৯৩ (হোয়াটসঅ্যাপ) প্রি-অর্ডার করে নিতে পারবেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের 
  • ‘১২ জন’ নিয়ে খেলেছে ভারত, ইংল্যান্ডের অসন্তুষ্টি
  • উপন্যাস লিখবার সময় আমি অন্য যেকোন লেখা থেকে বিরত থাকি: পাপড়ি রহমান
  • উপন্যাস লিখবার সময় আমি অন্য যেকোন লেখা থেকে বিরত থাকি: পাপড়ি
  • ‘এমন পরিবারে জন্মগ্রহণ করে অভিনয়ের পেছনে ছুটব, তা ভাবিনি’
  • অভ্যুত্থানের কড়চা এবং উন্নতির খতিয়ান
  • নামাজ নিয়ে কটূক্তির অভিযোগে শাহজালাল মাজারে বিক্ষোভ, ট্যুরিস্ট পুলিশ অবরুদ্ধ
  • আমার সম্মান নিয়ে কেউ খেলবে, এটা কখনো ছাড় দেই না
  • মানসিক দক্ষতা বাড়ানোর কৌশল নিয়ে মেলায় আসিফ ইকবালের বই