মেঘনা থেকে ২টি বাল্কহেডসহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড
Published: 1st, February 2025 GMT
চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ বালু বহনকারী ২টি বাল্কহেডসহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি জানান কোস্টগার্ডের চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফট্নেন্ট এম. ফজলুর রহমান।
তিনি বলেন, “চাঁদপুর পুরানবাজার রনাগোয়াল এলাকার মেঘনা নদীতে অবৈধ বাল্কহেড এবং ড্রেজার জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধভাবে বালু বহনকারী ২টি বাল্কহেডসহ ৭ জনকে আটক করা হয়।”
তিনি আরও বলেন, “ জব্দকৃত বাল্কহেড এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চাঁদপুর সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/জয়/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৮
দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে ২১ জন যাত্রী এবং ক্রু বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছে। বুধবার জাতিসংঘের রেডিও মিরায়া এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন পরিচালিত রেডিও মিরায়ার তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলীয় রাজ্যটির একটি তেলক্ষেত্র থেকে যাত্রা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকুয়েই তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।
সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইরোল শহরে যাত্রী বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জন নিহত হন।
২০১৫ সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যাত্রীদের নিয়ে রাশিয়া নির্মিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে কয়েক ডজন মানুষ নিহত হয়।
ঢাকা/শাহেদ