চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ বালু বহনকারী ২টি বাল্কহেডসহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (১ ফেব্রুয়ারি)  দুপুরে বিষয়টি জানান কোস্টগার্ডের চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফট্নেন্ট এম. ফজলুর রহমান।

তিনি বলেন, “চাঁদপুর পুরানবাজার রনাগোয়াল এলাকার মেঘনা নদীতে অবৈধ বাল্কহেড এবং ড্রেজার জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধভাবে বালু বহনকারী ২টি বাল্কহেডসহ ৭ জনকে আটক করা হয়।”

তিনি আরও বলেন, “ জব্দকৃত বাল্কহেড এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চাঁদপুর সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/জয়/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) জেলা কার্যালয়ে উক্ত আয়োজনে নবগঠিত আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি, যুগ্ম সম্পাদক মোঃ রাকিবুল হাসান দিপু, অর্থ সম্পাদক শিরিন সুলতানা, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রানি সরকার, প্রতিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রাইসুল রাব্বি, হকার্স সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মোঃ জসিমউদ্দিন হিরা, গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৃজয় সাহা।

পরিচিতি সভায় আরো উপস্থিত যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার মুখপাত্র গাজী রাকিবুর রহমান হিমেল, যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, আহ্বায়ক কমিটির সদস্য দোলন দাস, কাজী মাশরাফি হোসেনসহ আরো অনেকে।
 

সম্পর্কিত নিবন্ধ