পুঁজিবাজারের বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশ ৩ ফেব্রুয়ারি
Published: 1st, February 2025 GMT
পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি (সোমবার) প্রতিবাদ সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিএমজেএফের মুখপাত্র এস এম ইকবাল হোসেন। এ সময় সংগঠনটির সমন্বয়ক নুরুল ইসলাম মানিক এবং আরেক মুখপাত্র ফরিদ আহমেদসহ অন্যান্য বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিএমজেএফের পক্ষ থেকে সারা দেশের সব বিনিয়োকারীকে ৩ ফেব্রুয়ারি প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (সাধারণ সম্পাদক, এবি পার্টি), মো.
পুঁজি রক্ষা এবং স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজারের দাবিতে ৩ ফেব্রুয়ারি দুপুর ২টায় ঢাকার মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের বাঁচাতে পুঁজিবাজারে সব অংশীজন ও সব ধারার গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু
রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। আজ সোমবার সূর্যোদয়ের পর এই অনুষ্ঠান শুরু হয়। এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে এবারের বর্ষবরণের অনুষ্ঠান।
বিস্তারিত আসছে....