‘দ্য প্রিন্স ইজ ব্যাক’- সান্তোসে নেইমারের রাজসিক প্রত্যাবর্তন
Published: 1st, February 2025 GMT
ব্রাজিলের ফুটবল রাজপুত্র নেইমার ফিরলেন তার শৈশবের ক্লাবে, সান্তোসে। ক্লাবটি তার প্রত্যাবর্তনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’ বার্তায় ভেসে যাচ্ছে সান্তোসের স্টেডিয়াম। নেইমারকে বরণ করে নিতে প্রস্তুত ছিল ক্লাব ও সমর্থকরা।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের পর নেইমারের সান্তোসে ফেরা কেবল সময়ের অপেক্ষা ছিল। তার জন্য বিশেষ আয়োজনে সাজানো হয় ক্লাবের মাঠ। প্রায় ২০ হাজার সমর্থক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তার স্বাগত জানাতে। বাইরেও উপচে পড়া ভিড় ছিল, সবাই এক ঝলক নেইমারকে দেখার জন্য উদগ্রীব।
সান্তোসের ঐতিহ্যবাহী সাদা জার্সি পরে মাঠে প্রবেশ করেন নেইমার। ক্লাব কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। শৈশবের ক্লাবে ফিরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। মাঠে মাথা নত করে প্রিয় ক্লাবের প্রতি শ্রদ্ধা জানান এবং বিখ্যাত গোল উদ্যাপন ভঙ্গিমায় হাতজোড় করে ক্লাবের লোগোতে চুমু খান। একপর্যায়ে চোখের জলও মুছতে দেখা যায় তাকে।
আবেগময় কণ্ঠে নেইমার বলেন, ‘আমি খুবই খুশি। এই ক্লাবে আমার দারুণ কিছু স্মৃতি আছে। এখানে ফিরে আসাটা স্বপ্নের মতো। এখন আমার পরবর্তী লক্ষ্য ব্রাজিল জাতীয় দলে ফেরা ও ২০২৬ বিশ্বকাপে খেলা।’
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তোসের হয়ে খেলেছিলেন নেইমার। সে সময় ১১ নম্বর জার্সি গায়ে চাপালেও এবার কিংবদন্তি পেলের ১০ নম্বর জার্সি পরবেন তিনি।
পরবর্তীতে সংবাদ সম্মেলনে সান্তোসে ফেরার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে নেইমার বলেন, ‘কিছু সিদ্ধান্ত থাকে, যা শুধু ফুটবলের জন্য নেওয়া হয় না। আল হিলালে ভালোই ছিলাম, পরিবারও ভালো ছিল। তবে অনুশীলনে নিজেকে সুখী মনে হয়নি। ফিরতে পারার সুযোগ পেয়ে আর দ্বিতীয়বার ভাবিনি। এখানে পা রাখার পর থেকেই মনে হচ্ছে, আমি আবার ১৭ বছর বয়সে ফিরে গেছি।’
আগামী ১২ ফেব্রুয়ারি বোটাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়েই সান্তোসের হয়ে দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু করতে পারেন নেইমার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মেসি খেলবেন না বলে বিনা মূল্যে টিকিট
ইন্টার মায়ামির ম্যাচ দেখা যাবে বিনা মূল্যে—এটুকু শুনে খুশি হবেন যে কেউই।
ইন্টার মায়ামি মানে লিওনেল মেসির ম্যাচ। আর মেসির ম্যাচে টিকিট পাওয়াটাই যেখানে সংগ্রামের ব্যাপার, সেখানে বিনা মূল্যে টিকিট পাওয়া তো বিস্ময়কর ঘটনাই! আর বিস্ময়কর সেই ঘটনা ঘটতে চলেছে মায়ামির পরবর্তী ম্যাচে। তবে বড় একটা ‘কিন্তু’ আছে এখানে। মায়ামি খেলবে ঠিকই, মেসি খেলবেন না। আর মেসি খেলবেন না বলেই দর্শকের জন্য টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি অনুষ্ঠিত হবে হিউস্টন ডিনামোর মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে। মেসির খেলা দেখার জন্য হিউস্টনের অনেক দর্শক আগেভাগেই টিকিট কিনে ফেলেন। তবে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে ম্যাচটি না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলা মেসিকে সামনের ব্যস্ততা মাথায় রেখে হিউস্টনের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে। খবরটি হিউস্টন দর্শকদের জন্য হতাশারই। কারণ, হিউস্টন ডিনামো ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ যখন মায়ামির মুখোমুখি হয়, তখন মেসি ছিলেন না। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।
এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচ খেলা মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে।