বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাধানের আশ্বাসে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান।

এ সময় তিনি জানান, বালিয়াডাঙ্গীর বিষয়টি মহাসচিব সুষ্ঠু সমাধানের আশ্বাসে হরতাল প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে জেলা বিএনপি। এর জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ। র্দীঘদিন পর উপজেলার ৮টি ইউনিনের মধ্যে ৪টি ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করে উপজেলা বিএনপি। পরে আজ শনিবার দুওসুও ইউনিয়নের সম্মেলন স্থগিতের আদেশ দেয় জেলা বিএনপি। এ কারণে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির একাংশ।

ভোর সাড়ে ৫টা থেকে ৬ ঘণ্টার হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থনকারীরা। এ কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

আল্লাহ শেখ হাসিনার বিচার করেছেন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সুপ্রিম কোর্টের একজন বিচারককে তো আপনারা কলাপাতায় ঘুমাতে দেখেছেন। তার বিছানার অভাব ছিল না। তার সৎ সাহসের, সততার, মানবতাবোধ, স্বচ্ছতার অভাব ছিল। সুবিচার দেওয়ার অভাব থাকায় তাকে বনে-জঙ্গলে কলাপাতায় ঘুমাতে হয়েছে।

তিনি আরও বলেন, অন্যদিকে সাড়ে ১৫ বছর দারুণভাবে দাপিয়ে বেড়িয়েছেন একজন। মাঝে মধ্যে তিনি বিনা টিকিট ও ভিসায় আমাদের বিদেশে পাঠিয়ে দিতেন। আল্লাহ তার বিচার করেছেন। তারা আমাদের জন্য যা পছন্দ করেছিলেন, আল্লাহ তাদের জন্য তাই পছন্দ করেছেন। এখন তাদের অনেকে বিনা ভিসা ও টিকেটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

শনিবার দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মীসভায় তিনি এমন মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, জাতির নেতৃত্বের জায়গায় যারা থাকেন, তাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট, মিশন ও ভিশন থাকতে হবে। রাজনীতিতে  ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত-বিরক্ত। ধোঁকাবাজদের দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, আমরা গুম-খুনের বিচার এজন্য আগে চাই ভবিষ্যতে যাতে এভাবে কেউ মানবাধিকার লঙ্ঘন করতে না পারে। সেটি নিশ্চিত করার জন্য এর বিচার হওয়া জরুরি।

জেলা জামায়েতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ ও সাবেক ছাত্রশিবির নেতা রেজাউল করিম রেজার সঞ্চালনায় কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়েতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়েতের আমির ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়েতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ