দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে ২১.

২৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য ছিল ২৬.৩০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে এ ফান্ডের ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২০.৭০ টাকা। ফলে, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের ১৭.৮৮ শতাংশ, রেনেটার ১৩.৮৪ শতাংশ, এডিএন টেলিকমের ১৩.৫১ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১২.৭২ শতাংশ, স্যালভো কেমিক্যালের ১২.১৩ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১১.৮৪ শতাংশ, গোল্ডেন সনের ১১.১১ শতাংশ, ওরিয়ন ফার্মার ১০.৪৫ শতাংশ এবং ইভিন্স টেক্সটাইলের ১০.৩১ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ইউন ট র দ ম কম র

এছাড়াও পড়ুন:

সপ্তাহজুড়ে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্রাবস্থায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ১৭২ কোটি ৬২ লাখ টাকা বাজার মূলধন যোগ হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি ৫৮ লাখ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১৭২ কোটি ৬২ লাখ টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫৯০ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৩৫১ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৩৮ কোটি ৫৭ লাখ  টাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ১ হাজার ৯০৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬১ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

 

এসকেএস

সম্পর্কিত নিবন্ধ

  • সূচকের সাথে কমলো লেনদেনও
  • পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন
  • রমজানের প্রথম দিনে সূচকের পতন
  • ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
  • ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে এস আলম কোল্ড
  • বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সূচক-লেনদেন বেড়েছে
  • সপ্তাহজুড়ে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন
  • সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
  • ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
  • ডিএসইতে পিই রেশিও কমেছে ০.৫১ শতাংশ