দর্শকের সেই প্রত্যাশা ধরে রাখার চেষ্টা করেছি: শাকিব
Published: 1st, February 2025 GMT
‘তুফান’ সিনেমার পর ফের অ্যাকশন অবতারে দেখা যাবে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানকে। তাঁর এবারের মিশনের নাম ‘বরবাদ’। সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিতে গত বছরের ২২ অক্টোবর মুম্বাইয়ে যান শাকিব খান। সেখানের একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন নায়ক। টানা চলতে থাকে শুটিং। এরপর কলকাতায়ও শুটিং হয়ে ঢাকায় দুই দিনে শুটিং হয় বলে জানা গেছে।
নতুন খবর হচ্ছে, সিনেমাটির শুটিং এবার শেষ। যে শহরে সিনেমাটির ক্যামেরা ওপেন হয়, সেই মুম্বাইতেই বরবাদের ক্লোজ হওয়ার খবর এলো। মানে মুম্বাইতে শেষ হলো বরবাদের শুটিং। গত বুধবার শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন শাকিব খান।
ঢাকায় ফিরে সিনেমাটি নিয়ে নায়ক বললেন, ‘শুরু থেকেই বরবাদ সিনেমাটির হাইপ অন্যরকম। সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছে, আমরা সেটা ধরে রাখার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, সিনেমা হলে গিয়ে দর্শকরা তৃপ্তি নিয়েই ফিরবে। বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে এটা বিগ স্কেলের ছবি। সব মিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক।’
সিনেমাটি অ্যাকশন ভায়োলেন্স রোমান্টিক ধাঁচের ছবি। নির্মাণে কোনো দিকেই কমতি রাখা হয়নি বলে নায়কের কথায় উঠে আসে। যদিও সিনেমাটির শুরু থেকেই শাকিব খান বরবাদের আকাশচুম্বি প্রত্যাশার কথা জানিয়েছেন। সিনেমার শুটিং শেষ করে এসে সে প্রত্যাশার ভিত্তি আরও মজবুত হয়েছে বলে ইঙ্গিত দিলেন।
গেল ডিসেম্বরে শাকিবের ‘বরবাদ’-এর মোশন পোস্টারটি প্রকাশ করা হয়। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মোশন পোস্টার উন্মোচন করার সে আয়োজনে উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ, পূজা চেরী, দীঘি, শবনম ফারিয়া, মিম মানতাশা এবং বিদ্যা সিনহা মিম।
সে সময় শাকিব খান বলেন, ‘বরবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে বলে আমি মনে করি। এ ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, একটি গ্র্যান্ড সেটিংয়ে তৈরি করা হয়েছে, যাতে প্রত্যেক কলাকুশলী মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আমি প্রত্যাশা করছি বরবাদ শুধু দেশে নয়, দেশের বাইরে বাংলা ভাষায় কথা বলা সবার মন জয় করবে। আমার প্রত্যাশা, আয়ের দিক থেকে এটি শতকোটির ক্লাবে প্রবেশ করবে।’
‘বরবাদ’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে আছেন ভারতীয় নায়িকা ঈধিকা পাল। একটি আইটেম গানে দেখা যাবে আরেক ভারতীয় নায়িকা নুসরাত জাহানকে। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
এদিকে ঢাকায় ফিরেই শাকিব খান আজ ছুটে যাচ্ছেন মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে। খুলনা টাইগারসের সঙ্গে বিপিএলে নিজের দল ঢাকা ক্যাপিটালের শেষ ম্যাচটা মাঠে বসেই উপভোগ করবেন তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নির্বাচন কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ চূড়ান্ত: ইসি সানাউল্লাহ
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব শিগগির বাস্তবায়নযোগ্য নির্বাচনী আইন-বিধি সংশ্লিষ্ট সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে বাছাই করা এসব সুপারিশ বুধবারই সরকারের কাছে পাঠানো হবে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ দিন সকালে চতুর্থ কমিশন সভার পর ইসি মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, আমরা এটা চূড়ান্ত করে ফেলেছি। আজকের মধ্যে পাঠিয়ে দেব। কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।
এর আগে মার্চের মাঝামাঝি পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের মধ্য থেকে ‘আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ’ এবং ‘অতি জরুরি ভিত্তিতে’ নির্ধারিত ছকে পাঠাতে অনুরোধ করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, যেসব বিষয় শুধু আরপিওতে সামান্য সংশোধন করে করা সম্ভব এবং আর্থিক সংশ্লেষ নেই (সেগুলো সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে)। কিছু বিষয় রয়েছে রাজনৈতিক; এক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য হলে আশু বাস্তবায়নযোগ্য। তবে যেসব বিষয়ে রাজনৈতিক ঐক্যের বিষয় রয়েছে সেগুলোতে আমরা মতামত দেয়নি। এমন ১০-১২টি সুপারিশ দেওয়া হয়েছে।
এদিকে দেশের কোথাও ভোটার তালিকায় রোহিঙ্গা চিহ্নিত হলে তাৎক্ষণিকভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির বিষয়ে সভায় আলোচনা হয়েছে।
এ বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন দীর্ঘদিন ঝুলে থাকে, এটাকে কীভাবে সহজ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো নাগরিকের যদি অসৎ উদ্দেশ্যে না থাকে সেগুলো সহজভাবে সমাধান করে দেওয়া হবে। অনেকে দ্বৈত কার্ড বা এনআইডি নিয়েছেন। এদের ক্ষেত্রে ভুলভাবে কেউ দুইবার নিলে প্রথমটা থাকবে, দ্বিতীয়টা বাদ যাবে। আবার পুরো পরিচয় পরিবর্তন করতে চাইলে সে বিষয়ে কঠোর হব। এ ছাড়া সেবাগ্রহীতাদের সহজে সেবা দিতে সংশ্লিষ্ট আইন সহজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।