ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পঞ্চগড় সীমান্তে ৩ বাংলাদেশি আটক
Published: 1st, February 2025 GMT
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলা সদরের আলমপুর গ্রামের শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), তার কন্যাশিশু এবং তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি এলাকার সাদ্দাম (৩০) হোসেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাঁটার ১টি প্লাস, ২টি মোবাইল ফোন, এক জোড়া রুপার নূপুর ও নগদ ২০ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। সাদ্দাম হোসেন ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করছিলেন।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.
ঢাকা/নাঈম/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে পৌঁছান। থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই ব্যাংকক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৮টা ৫৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
বিমসটেক সম্মেলনে সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ। সেগুলো হলো, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ও কানেক্টিভিটি।
প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
ঢাকা/হাসান/ইভা