নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করেছে। এ সময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার মাইট কুমড়া (আশ্রয় প্রকল্প) এলাকা থেকে রিকশাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় নড়াইল জেলা পুলিশের মিডিয়া সেল। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের আবদুল গনি মোল্যার ছেলে মফিজ মোল্যা (৪৮), একই জেলার পাল্লা (খালকুল পাড়া) গ্রামের মুরাদ মোল্যার ছেলে আকাশ মোল্যা (২৮) ও পাল্লা (শেখপাড়া) গ্রামের তরিকুল শেখের ছেলে ইসমাইল শেখ (২৫)।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার মাইট কুমড়া (আশ্রয় প্রকল্প) এলাকার শামীম শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা হয়েছে।

ঢাকা/শরিফুল/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

সম্পর্কিত নিবন্ধ