ঢাকার বনশ্রীতে আয়না নুর ইসলাম (৪) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে তার মাকে গ্রেপ্তার  করেছে পুলিশ। 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) গুলজার হোসেন স্বজনদের বরাত দিয়ে রাইজিংবিডিকে জানান, বৃহস্পতিবার রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে তাসনিয়া টাকা চান নারায়ণগঞ্জ যাওয়ার জন্য। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুরকে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকে শিশুটি। এ সময় পাঁচ মাসের ছেলে সন্তানকেও চর থাপ্পর মারেন। পরে স্বজনরা আয়নাকে শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। 

তিনি আরো জানান, ওই শিশুর বাবা আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় তাসনিয়া চৌধুরীকে আসামি করে মামলা করেন। পরে তাসনিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন। 

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিনেমায় আসা নিয়ে অপুর প্রশ্ন, যা বললেন ফারহান

দুইজন দুই প্ল্যাটফর্মের তারকা শিল্পী। একজন বড়পর্দার অন্যজন ছোটপর্দার। তবে অপু বিশ্বাসকে বর্তমানে অভিনয়ে কম দেখা গেলেও মুশফিক আর ফারহান এখন ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন। তার নাটক মানেই দর্শকের আলাদা আগ্রহ।

শুক্রবার রাতে বাংলাদেশ মেকাপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই দুই তারকাকে পাওয়া গেলে এক মঞ্চে। এসময় দুজন দুজনের হাত থেকে সন্মাননা গ্রহণ করেন।

অপু বিশ্বাস বলেন, ‘অবসর সময়ে মুশফিক আর ফারহানের নাটক আমি দেখি। তার অভিনয় আমাকে মুগ্ধ করে। তিনি খুব মিষ্টি একটা মানুষ।’ এরপর ফারহানকে প্রশ্ন ছুড়ে অপু বলেন, ‘ফারহান, আপনি সিনেমায় আসেন না কেনো?’ অপুর প্রশ্ন শুনে মাথা নাড়িয়ে হেসে সম্মতি জানান ফারহান।

পরে মাইক্রোফোন হাতে নিয়ে অপু বিশ্বাসের উদ্দেশ্যে মুশফিক বলেন, ‘আপনাকে ধন্যবাদ ম্যাম। এতো ব্যস্ততার মাঝে আপনি আমার কাজ দেখেন এটা শুনে আমি আনন্দিত। এছাড়া আপনার মত গুণী একজন অভিনেত্রীর মুখ থেকে দুই লাইন প্রশংসা আমার জন্য বড় পাওয়া।’

সম্পর্কিত নিবন্ধ