মধ্যরাত থেকে ইজতেমা এলাকায় বন্ধ থাকবে গণপরিবহন, বিকল্প নির্দেশনা
Published: 1st, February 2025 GMT
সুরায়ে নেজামের দুই ধাপের প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। এ জন্য ইজতেমা এলাকায় মধ্যরাত থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জনিয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান। শনিবার সকালে বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কমিশনার বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
তিনি জানান, ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।
নাজমুল করিম খান বলেন, ইজতেমার মুরব্বিরা জানিয়েছেন রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত করবেন। কোন অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেদিকে আমাদের নজর আছে। আশা রাখি, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না।
তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ মোনাজাত পরিচালনা করবেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জামালপুরে ট্রেন চলাচল স্বাভাবিক
জামালপুরের নান্দিনাতে বিকল হওয়া ট্রেনটি বিকল্প ইঞ্জিনের মাধ্যমে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এরপর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যায়। এর আগে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
নান্দিনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. নাদির হোসেন বলেন, “দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ৫০ মিনিটের দিকে নান্দিনা স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়।”
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিত রেলপথ অবরোধ
জামালপুরে ট্রেন থেকে মরদেহ উদ্ধার
ঢাকা/শোভন/মাসুদ