বিপিএল: শেষ চারে খুলনা না রাজশাহী
Published: 1st, February 2025 GMT
বিপিএলে এখন শেষের উত্তাপ। খেলার চেয়েও বাইরের ইস্যু নিয়ে খবর হচ্ছে বেশি। আলোচনা ও সমালোচনা মাথায় নিয়ে বিপিএলের লিগ পর্ব শেষ রাউন্ডে চলে এসেছে। আজ ঢাকা ক্যাপিটাল ও খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে লিগের খেলা। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু সুপার ফোরের খেলা।
আজ শেষ রাউন্ডের ম্যাচ হলেও লিগ শেষ করে বিদায় নিয়েছে দুটি দল সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটাল। সিলেট নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে ৩০ জানুয়ারি। ঢাকার একটি ম্যাচ বাকি থাকলেও বিদায় নিশ্চিত। এই দু’দলের সঙ্গে আরেকটি দলকে আজ টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী থেকে যে কোনো এক দল বাদ পড়বে। ঢাকাকে হারালেই খুলনা উন্নীত হবে সেরা চারে। সে ক্ষেত্রে বিদায় নেবে রাজশাহী। তাই আজ রাজশাহীর সমর্থন থাকবে ঢাকার পক্ষে।
বৃহস্পতিবার রংপুর রাইডার্সকে হারিয়ে সেরা চারে উন্নীত হওয়ার রেস বাঁচিয়ে রেখেছে খুলনা। রংপুর জিতে গেলে রাজশাহী ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলত। খুলনা জেতায় ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকলেও রান রেট ভালো। সেদিক থেকে ঢাকার বিপক্ষে খুলনার অলিখিত ফাইনাল আজ। কারণ এই ম্যাচের জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে দলটির প্লে-অফে খেলা।
রাজশাহী ১২ পয়ন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। দলটির ক্রিকেটাররা অপেক্ষায় আছেন এলিমিনেটর ম্যাচ খেলার জন্য। তাসকিন আহমেদরা তাই মনেপ্রাণে ঢাকার জয় চাইবেন আজ। আরেকভাবে রাজশাহী সেরা চারে খেলতে পারে। ঢাকা-খুলনার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হবে। টেবিলে খুলনার পয়েন্ট হবে তখন ১১। তখন রাজশাহীর থেকে ১ পয়েন্টে পিছিয়ে থাকবে।
সমীকরণের খেলা শুধু ঢাকা-খুলনার ম্যাচেই না, বরিশাল-চিটাগংয়ের ম্যাচেও থাকবে। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং জিতে গেলে রান রেটের কারণে তৃতীয় স্থানে নেমে যাবে রংপুর। কোনোভাবেই তারা সেটা চাইবে না। আজ রংপুর সমর্থন করবে বরিশালকে। টেবিল টপার বরিশাল জিতলে রংপুরের লাভ। কারণ প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে তারা। হেরে গেলেও খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
এই জায়গায় কৌশলগত সুবিধা নিতে পারে বরিশাল। চিটাগংয়ের বিপক্ষে দ্বিতীয় সারির খেলোয়াড়দের দিয়ে একাদশ সাজাতে পারে। এই সমীকরণ নিয়ে জানতে চাওয়া হলে গতকাল বরিশালের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘আমাদের চোখ শিরোপায়। কোনো প্রতিপক্ষকে হালকা করে দেখার সুযোগ নেই। আমরা জয়ের ছন্দটা ধরে রাখতে চাই। কোয়ালিফায়ারে কাকে পেলাম বা কোন দলকে পাব, তা নিয়ে ভাবছি না।’ বরিশাল ধীরে ধীরে নিজেদের কম্বিনেশন ঠিক করেছে। ধারাবাহিক ভালো খেলে তারা এখন সেরা ছন্দে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’