বিপিএল: শেষ চারে খুলনা না রাজশাহী
Published: 1st, February 2025 GMT
বিপিএলে এখন শেষের উত্তাপ। খেলার চেয়েও বাইরের ইস্যু নিয়ে খবর হচ্ছে বেশি। আলোচনা ও সমালোচনা মাথায় নিয়ে বিপিএলের লিগ পর্ব শেষ রাউন্ডে চলে এসেছে। আজ ঢাকা ক্যাপিটাল ও খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে লিগের খেলা। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু সুপার ফোরের খেলা।
আজ শেষ রাউন্ডের ম্যাচ হলেও লিগ শেষ করে বিদায় নিয়েছে দুটি দল সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটাল। সিলেট নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে ৩০ জানুয়ারি। ঢাকার একটি ম্যাচ বাকি থাকলেও বিদায় নিশ্চিত। এই দু’দলের সঙ্গে আরেকটি দলকে আজ টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী থেকে যে কোনো এক দল বাদ পড়বে। ঢাকাকে হারালেই খুলনা উন্নীত হবে সেরা চারে। সে ক্ষেত্রে বিদায় নেবে রাজশাহী। তাই আজ রাজশাহীর সমর্থন থাকবে ঢাকার পক্ষে।
বৃহস্পতিবার রংপুর রাইডার্সকে হারিয়ে সেরা চারে উন্নীত হওয়ার রেস বাঁচিয়ে রেখেছে খুলনা। রংপুর জিতে গেলে রাজশাহী ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলত। খুলনা জেতায় ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকলেও রান রেট ভালো। সেদিক থেকে ঢাকার বিপক্ষে খুলনার অলিখিত ফাইনাল আজ। কারণ এই ম্যাচের জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে দলটির প্লে-অফে খেলা।
রাজশাহী ১২ পয়ন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। দলটির ক্রিকেটাররা অপেক্ষায় আছেন এলিমিনেটর ম্যাচ খেলার জন্য। তাসকিন আহমেদরা তাই মনেপ্রাণে ঢাকার জয় চাইবেন আজ। আরেকভাবে রাজশাহী সেরা চারে খেলতে পারে। ঢাকা-খুলনার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হবে। টেবিলে খুলনার পয়েন্ট হবে তখন ১১। তখন রাজশাহীর থেকে ১ পয়েন্টে পিছিয়ে থাকবে।
সমীকরণের খেলা শুধু ঢাকা-খুলনার ম্যাচেই না, বরিশাল-চিটাগংয়ের ম্যাচেও থাকবে। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং জিতে গেলে রান রেটের কারণে তৃতীয় স্থানে নেমে যাবে রংপুর। কোনোভাবেই তারা সেটা চাইবে না। আজ রংপুর সমর্থন করবে বরিশালকে। টেবিল টপার বরিশাল জিতলে রংপুরের লাভ। কারণ প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে তারা। হেরে গেলেও খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
এই জায়গায় কৌশলগত সুবিধা নিতে পারে বরিশাল। চিটাগংয়ের বিপক্ষে দ্বিতীয় সারির খেলোয়াড়দের দিয়ে একাদশ সাজাতে পারে। এই সমীকরণ নিয়ে জানতে চাওয়া হলে গতকাল বরিশালের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘আমাদের চোখ শিরোপায়। কোনো প্রতিপক্ষকে হালকা করে দেখার সুযোগ নেই। আমরা জয়ের ছন্দটা ধরে রাখতে চাই। কোয়ালিফায়ারে কাকে পেলাম বা কোন দলকে পাব, তা নিয়ে ভাবছি না।’ বরিশাল ধীরে ধীরে নিজেদের কম্বিনেশন ঠিক করেছে। ধারাবাহিক ভালো খেলে তারা এখন সেরা ছন্দে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
বাংলা ভিশন ও বৈশাখী টেলিভিশনে আজ যা দেখতে পারেন
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। অতিথি: কণ্ঠশিল্পী পূজা। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী আশিক ও আয়শা জেবিন দিপা। বেলা একটায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান।
‘মন খারাপের ঘর’ নাটকে খায়রুল বাসার, তানজিন তিশা