গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ইয়াকুব আ‌লী (৬০) না‌মে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার রা‌তে ওই মুসল্লির মৃত্যু হ‌য়। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপ‌জেলার রাগবপুর গ্রা‌মের মৃত নয়াবুল্লার ছে‌লে।

মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান জানান, রা‌তে মুসল্লি ইয়াকুব আলীর বুকে ব্যথা হ‌লে দ্রুত হাসপাতা‌লে নেওয়া হয়। সেখা‌নেই তার মৃত্যু হয়।

এর আগের দিন শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে স্ট্রোক করে তিনি মারা যান ছা‌বেদ আলী (৭০) নামে আরেক মুসল্লি।

সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামের আরও এক মুসল্লির মৃত্যু হয়। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম লোকমান হোসেন গাজী।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ ব ইজত ম

এছাড়াও পড়ুন:

সিনেমায় আসা নিয়ে অপুর প্রশ্ন, যা বললেন ফারহান

দুইজন দুই প্ল্যাটফর্মের তারকা শিল্পী। একজন বড়পর্দার অন্যজন ছোটপর্দার। তবে অপু বিশ্বাসকে বর্তমানে অভিনয়ে কম দেখা গেলেও মুশফিক আর ফারহান এখন ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন। তার নাটক মানেই দর্শকের আলাদা আগ্রহ।

শুক্রবার রাতে বাংলাদেশ মেকাপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই দুই তারকাকে পাওয়া গেলে এক মঞ্চে। এসময় দুজন দুজনের হাত থেকে সন্মাননা গ্রহণ করেন।

অপু বিশ্বাস বলেন, ‘অবসর সময়ে মুশফিক আর ফারহানের নাটক আমি দেখি। তার অভিনয় আমাকে মুগ্ধ করে। তিনি খুব মিষ্টি একটা মানুষ।’ এরপর ফারহানকে প্রশ্ন ছুড়ে অপু বলেন, ‘ফারহান, আপনি সিনেমায় আসেন না কেনো?’ অপুর প্রশ্ন শুনে মাথা নাড়িয়ে হেসে সম্মতি জানান ফারহান।

পরে মাইক্রোফোন হাতে নিয়ে অপু বিশ্বাসের উদ্দেশ্যে মুশফিক বলেন, ‘আপনাকে ধন্যবাদ ম্যাম। এতো ব্যস্ততার মাঝে আপনি আমার কাজ দেখেন এটা শুনে আমি আনন্দিত। এছাড়া আপনার মত গুণী একজন অভিনেত্রীর মুখ থেকে দুই লাইন প্রশংসা আমার জন্য বড় পাওয়া।’

সম্পর্কিত নিবন্ধ