যুক্তরাষ্ট্রে জনবহুল এলাকায় বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা
Published: 1st, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ছয়জন আরোহী নিয়ে একটি ছোট বিমান জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানটির সব আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বাড়িঘর ও যানবাহনে আগুন ধরে যাওয়ায় অনেকে আহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার একটি আবাসিক এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত হয়ে বিস্ফোরণে আগুন ধরে যায়।
আরো পড়ুন:
কুখ্যাত গুয়ানতানামো বন্দিশালা সম্প্রসারণে ট্রাম্পের নির্দেশ, টার্গেট অভিবাসী
যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, ১৯ মরদেহ উদ্ধার
মেডিকেল বিমান সংস্থা জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স রয়টার্স ও অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিমানটিতে চারজন ক্রু সদস্য, একজন শিশু রোগী ও রোগীর সহকারী ছিলেন।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এই মুহূর্তে কেউ বেঁচে আছে কি না আমরা নিশ্চিত করতে পারছি না।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো দুর্ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এটিকে ‘ভয়াবহ বিমান বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
পেনসিলভানিয়া শহরের ঘনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত তিনতলা শপিং সেন্টার রুজভেল্ট মল থেকে মাত্র কয়েক ব্লক দূরে এই দুর্ঘটনাটি ঘটে। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে বাড়িঘর ও দোকানপাট রয়েছে।
ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার বলেছেন, বিমানটি শহরের জনবহুল অংশে আছড়ে পড়ার পর মাটিতে কতজন মারা গেছে তা এখনো কর্মকর্তারা নিশ্চিত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় একট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাস্তায় বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় বেশ কিছু গাড়ি পুড়ে গেছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুসারে, মেড জেটস কোম্পানির পরিচালিত লিয়ারজেট৫৫ বিমানটি স্থানীয় সময় প্রায় সাড়ে ৫টার দিকে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং চার মাইলেরও কম দূরে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ফিলাডেলফিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। আরও নিরীহ প্রাণ হারাল। আমাদের উদ্ধারকর্মীরা সর্বাত্মকভাবে কাজ করছে।”
ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের মাত্র দুই দিন পর পেনসিলভানিয়ায় বিমান দুর্ঘটনা ঘটল। ওয়াশিংটনে গত বুধবার ওই দুর্ঘটনায় উভয় বিমানের ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন ঘটন য়
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’