পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে এক দালাল ও শিশুসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার গভীর রাতে পঞ্চগড় উপজেলা সদরের সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্তের মেইন পিলার ৭৪২ এর ৯ নং সাব পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তারা। গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আটকরা হলেন, ঠাকুরগাঁও জেলা সদরের আলমপুর গ্রামের শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), তার সাত বছরের মেয়ে শ্রী ভূমি রানী শ্রেয়া এবং তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি এলাকার সাদ্দাম (৩০) হোসেন। সাদ্দাম হোসেন তাদের অবৈধপথে ভারত যেতে সহায়তার চেষ্টা করেন। 

বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাটার একটি প্লাস, দুটি মোবাইল ফোন, এক জোড়া রুপার নুপুর এবং নগদ ২০ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। চোরাচালানকারি ও দালাল সাদ্দাম হোসেন ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করেন বলে জানায় বিজিবি।

নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে.

কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তে যেকোনো অপতৎপরতা ঠেকাতে বিজিবি সজাগ রয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিনেমায় আসা নিয়ে অপুর প্রশ্ন, যা বললেন ফারহান

দুইজন দুই প্ল্যাটফর্মের তারকা শিল্পী। একজন বড়পর্দার অন্যজন ছোটপর্দার। তবে অপু বিশ্বাসকে বর্তমানে অভিনয়ে কম দেখা গেলেও মুশফিক আর ফারহান এখন ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন। তার নাটক মানেই দর্শকের আলাদা আগ্রহ।

শুক্রবার রাতে বাংলাদেশ মেকাপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই দুই তারকাকে পাওয়া গেলে এক মঞ্চে। এসময় দুজন দুজনের হাত থেকে সন্মাননা গ্রহণ করেন।

অপু বিশ্বাস বলেন, ‘অবসর সময়ে মুশফিক আর ফারহানের নাটক আমি দেখি। তার অভিনয় আমাকে মুগ্ধ করে। তিনি খুব মিষ্টি একটা মানুষ।’ এরপর ফারহানকে প্রশ্ন ছুড়ে অপু বলেন, ‘ফারহান, আপনি সিনেমায় আসেন না কেনো?’ অপুর প্রশ্ন শুনে মাথা নাড়িয়ে হেসে সম্মতি জানান ফারহান।

পরে মাইক্রোফোন হাতে নিয়ে অপু বিশ্বাসের উদ্দেশ্যে মুশফিক বলেন, ‘আপনাকে ধন্যবাদ ম্যাম। এতো ব্যস্ততার মাঝে আপনি আমার কাজ দেখেন এটা শুনে আমি আনন্দিত। এছাড়া আপনার মত গুণী একজন অভিনেত্রীর মুখ থেকে দুই লাইন প্রশংসা আমার জন্য বড় পাওয়া।’

সম্পর্কিত নিবন্ধ