পঞ্চগড়ে চারদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ
Published: 1st, February 2025 GMT
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা টানা চারদিন ধরে ৯ থেকে ১০ এর মধ্যেই ওঠানামা করছে। চারদিন ধরে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা। সকাল ১০টা ১১টার পর সূর্যের দেখা গেলে স্বস্তি ফেরে জনজীবনে। বিকাল থেকে হালকা কুয়াশার সঙ্গে শুরু হয় তীব্র শীত।
শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস।
আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৩ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।
প্রতিদিন ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা। এতে দিনমজুর, পাথর শ্রমিক, বালু শ্রমিক, রিকশা ভ্যানচালক, কৃষি শ্রমিকসহ সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ পোহাতে দেখা যায়।
উপজেলা সদরের জগদলহাট এলাকার ইজিবাইক চালক জমিরুল ইসলাম বলেন, কয়েকদিন ধরেই খুব কুয়াশা আর বাতাস। এই বাতাসের জন্য খুব ঠান্ডা লাগছে। সকালে রিকশা নিয়ে বের হয়েছি। কোনও যাত্রী নেই, আমাদের আয় ইনকাম নেই। দুপুরের রোদ উঠলে কিছুটা ভালো লাগে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর ১০ এর নিচেই উঠানামা করছে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স লস য় স ৯ দশম ক র কর ড
এছাড়াও পড়ুন:
সোনারগাঁও ফরেষ্ট স্টেশনে ২০০ ঘনফুট রদ্দা কাঠ জব্দ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অবৈধভাবে পাচারের সময় সোনারগাঁও ফরেস্ট চেক স্টেশনে ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।
বুধবার (২৩ এপ্রিল) সকালে সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা আবু তাহেরের নেতৃত্বে চালানো বিশেষ অভিযানে এই কাঠ জব্দ হয়।
সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, “সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল দেওয়ার সময় একটি ট্রাককে সন্দেহ হয়। ত্রিপল দিয়ে পেছনের অংশ ঢেকে রাখা ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এই সময় ট্রাকটি থেকে ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ জব্দ করা হয়। এই কাঠের কোনো বৈধ কাগজপত্র ছিলো না।”
আরো পড়ুন:
সুনামগঞ্জে ভারতীয় কসমেটিক্স ও বিস্কুট জব্দ
পেটের ভেতর ৩৪ পোটলা ইয়াবা
তিনি আরো বলেন, “ট্রাকটি কাঠসহ আটক করে সোনারগাঁও ফরেস্ট স্টেশনে নেওয়া হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এই ঘটনায় বন মামলা দায়ের প্রক্রিয়াধীন। অবৈধ কাঠ পাচার প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/রেজাউল/মাসুদ