মিয়ানমার ও ভারত থেকে আমদানি করা সাড়ে ৩০ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছেছে। 

এর মধ্যে মিয়ানমার থেকে এসেছে ২৩ হাজার টন এবং ভারত থেকে সাড়ে ৭ হাজার টন চাল।  

শুক্রবার (৩১ জানুয়ারি) জি-টু-জি ভিত্তিতে মিয়ানমার থেকে কেনা আতপ চাল এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা চাল বন্দরে এসে পৌঁছায়।  

খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত বুধবার মিয়ানমার ও ভারত থেকে মোট ৩৭ হাজার টন চাল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।

ঢাকা/এএএম/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ জ র টন চ ল

এছাড়াও পড়ুন:

সকালেই তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

বৃষ্টি বিঘ্নিত সিলেট টেস্টের তৃতীয় দিন মোটামুটি কর্তৃত্ব করেছিল বাংলাদেশ। ৪ উইকেটে ১৯৪ রান তুলে দিন শেষ করেছিল। লিড নিয়েছিল ১১২ রানের। কিন্তু বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন সকালেই ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে গেছে বাংলাদেশ। 

স্বাগতিকরা ৬৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছে। সকালে ১৯ রান যোগ করেই হারিয়েছে তিন উইকেট। ক্রিজে থাকা জাকের আলী ২৮ রানে খেলছেন। তার সঙ্গী হাসান মাহমুদ। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৩৬ রান।

সম্পর্কিত নিবন্ধ