উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেলার হাওড়বেষ্টিত আজমিরীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বপন বণিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হেনা। 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা পরিষদের হলরুমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

নির্বাচনে সভাপতি পদে স্বপন বণিক ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ চৌধুরী ৪ ভোট ও আমির হামজা পেয়েছেন ৩ ভোট। এছাড়াও সাধারণ সম্পাদক পদে আবু হেনা ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান সওদাগর কহিন ৬ ও শরীফ উদ্দিন পেশোয়ার পেয়েছেন ১ ভোট। কোষাধ্যক্ষ পদে সনজিব রায় চক্রবর্তী ১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকে ব্যানার্জি পেয়েছেন ৪ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিল ১৬টি।

নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবে সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সহকারী ছিলেন আজমিরীগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা শরীফ চৌধুরী ও খালেদুর রশীদ ঝলক।

ঢাকা/মামুন/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

আজ শনিবার রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে শেখ বশিরউদ্দীন এ কথা বলেন। এর আগে মার্কিন শুল্ক আরোপ নিয়ে যমুনায় বৈঠক হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের ওপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের যে ধরন ও গঠন, তার ওপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনা... এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এ বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য।’

সম্পর্কিত নিবন্ধ