আরও ১৮৩ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন আজ
Published: 1st, February 2025 GMT
ইসরায়েলের কারাগারে বন্দি আরও ১৮৩ জন ফিলিস্তিনি আজ শনিবার মুক্তি পেতে যাচ্ছেন। হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির আওতায় তাদের মুক্তি দেওয়া হচ্ছে। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বন্দিদের সংবাদমাধ্যম দপ্তর।
বিবৃতিতে বলা হয়েছে, এই ১৮৩ ফিলিস্তিনি বন্দির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল।
তবে এর আগে ইসরায়েলের কারাগার থেকে শনিবার ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের পাঁচজন ও তিন ইসরায়েলিসহ মোট আটজনকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পায় ১১০ জন ফিলিস্তিনি। যদিও নেতানিয়াহু ফিলিস্তিনিদের মুক্তি দিতে কালক্ষেপণ করেন। নির্ধারিত সময়ের পরে তাদের মুক্তি দেওয়া হয়।
গাজায় দীর্ঘ ১৫ মাস যুদ্ধ শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। প্রথম ধাপের ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে শত শত ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেবে ইসরায়েল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১.৬০ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ জানুয়ারি) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৬০ শতাংশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৫ পয়েন্ট বা ১.৬০ শতাংশ।
এর আগের সপ্তাহের (১৯ থেকে ২৩ জানুয়ারি) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৩৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছিল ০.০১ পয়েন্ট বা ০.১১ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.১৬ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪.৪০ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.২৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৫৩ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ১০.৫৭ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১০.৮৬ পয়েন্টে, আর্থিক খাতে ১১.১৭ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৫৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ১২.৯০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.৩৭ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৩.৫৭ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৫.৪৬ পয়েন্টে, বিবিধ খাতে ১৭.০৪ পয়েন্টে, আইটি খাতে ১৭.৮১ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৪.৮৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ২৬.৯৮ পয়েন্ট, পাট খাতে ২৮.৬৬ পয়েন্টে, ট্যানারি খাতে ৪০.৫৬ পয়েন্টে এবং সিরামিক খাতে ৮৭.৩১ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা