সারজিসের বিয়ে, পাত্রীর পরিচয় যা জানা গেল
Published: 1st, February 2025 GMT
বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছে তার।
জানা গেছে, সারজিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। পেশাগত কারণে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন।
সারজিস আলমের শশুরের পরিবার সূত্র জানিয়েছে, শুক্রবার আসরের নামাজের পর গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে তাদের বিবাহকার্য সম্পন্ন হয়েছে। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবারসহ ওই রিসোর্টেই অবস্থান করছেন তারা।
জানা গেছে, সারজিস আলমের স্ত্রীর নাম কিংবা ছবি প্রকাশ করেনি। তবে দুই ভাই ও এক বোনের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা। সবসময়ই পর্দা করে চলেন বলে জানা গেছে।
সারজিস আলম ২ জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আকতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। দুই ভাইয়ের মধ্যে সারজিস আলম বড়। তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব।
সারজিস আলম ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সারজিস আলম।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রোনালদোর দল লা লিগা থেকে অবনমিত
রোনালদোর মালিকানাধীন দল রিয়াল ভায়াদোলিদ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রিয়াল বেটিসের বিপক্ষে ৫-১ গোলে হেরে লা লিগা থেকে অবনমিত হয়েছে। ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী তারকার মালিকানায় গত সাত বছরে এটি ভায়াদোলিদের তৃতীয় অবনমন।
ভায়াদোলিদের সমর্থকদের তীব্র সমালোচনার মুখে শোনা যাচ্ছে, রোনালদো ক্লাবটি বিক্রি করার আলোচনা চালাচ্ছেন। সমর্থকদের মতে, ব্রাজিলিয়ান তারকা ক্লাবের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। গুরুত্বপূর্ণ কাজে অনুপস্থিত থেকেছেন।
আরো পড়ুন:
বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল
বড় ধাক্কা বার্সেলোনায়
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভায়াদোলিদ তাদের শেষ ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতে হেরেছে। গোল পার্থক্য দাঁড়িয়েছে মাইনাস ৫৭।
বেটিসের বিপক্ষে এই বড় হারের মধ্য দিয়ে ভায়াদোলিদের লা লিগা অধ্যায় আপাতত শেষ হলো। এউ অস্থির মৌসুমে তারা দুইজন কোচকে বরখাস্ত করেছে। ফেব্রুয়ারিতে সাবেক ভায়াদোলিদ খেলোয়াড় আলভারো রুবিও দায়িত্ব নেওয়ার আগে দিয়েগো কোক্কা ও পাওলো পেজোলানোকে ছাঁটাই করা হয়। ভায়াদোলিদ ২০২০-২১ ও ২০২২-২৩ মৌসুমেও অবনমিত হয়েছিল, তবে উভয়বারই পরের মৌসুমে শীর্ষ লা লিগায় ফিরে এসেছিল।
রুবিও ম্যাচ শেষে জানান, “অজুহাত দিতে পারি না। আমরা প্রথম বিভাগের মান অনুযায়ী খেলতে পারিনি। আমাদের দায়িত্ব নিতে হবে এবং স্বীকার করতে হবে যে, আমরা ঠিকভাবে কিছু করতে পারিনি। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং মর্যাদার সঙ্গে মৌসুম শেষ করতে হবে।”
ঘরের মাঠ বেনিত ভিয়ামারিয়াতে বেতিস বড় ব্যবধানে জিতে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে।
অন্যদিকে অবনমনের বাকি দুইটি স্থান এখনো নিশ্চিত হয়নি। ১৯তম স্থানে স্থানে থাকা লেগানেস বৃহস্পতিবার গিরোনার বিপক্ষে স্টপেজ টাইমে মুনির এল হাদ্দাদির গোলে ১-১ ড্র করে এক পয়েন্ট পেয়েছে। লেগানেস ১৯তম মিনিট থেকে এক খেলোয়াড় কম নিয়ে খেলেছে। তারা এখন ১৮তম স্থানে থাকা লাস পালমাসের থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে। অবনমন অঞ্চলের বাইরে থাকা আলাভেসের থেকে চার পয়েন্ট দূরে।
সেভিয়া ১৫তম স্থানে রয়েছে, তারা ১-০ ব্যবধানে হেরেছে অষ্টম স্থানে থাকা ওসাসুনার বিপক্ষে। যারা ৩২তম মিনিট থেকে এক খেলোয়াড় বেশি নিয়ে খেলেছে। টানা নয় ম্যাচে জয়হীন থাকার পর ওসাসুনা এখন টানা তিনটি ম্যাচ জিতেছে। অন্যদিকে সেভিয়া টানা ছয় ম্যাচে জয় পায়নি।
ঢাকা/নাভিদ