বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছে তার।

জানা গেছে, সারজিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। পেশাগত কারণে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন।

সারজিস আলমের শশুরের পরিবার সূত্র জানিয়েছে, শুক্রবার আসরের নামাজের পর গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে তাদের বিবাহকার্য সম্পন্ন হয়েছে। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবারসহ ওই রিসোর্টেই অবস্থান করছেন তারা।

জানা গেছে, সারজিস আলমের স্ত্রীর নাম কিংবা ছবি প্রকাশ করেনি। তবে দুই ভাই ও এক বোনের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা। সবসময়ই পর্দা করে চলেন বলে জানা গেছে।

সারজিস আলম ২ জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আকতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। দুই ভাইয়ের মধ্যে সারজিস আলম বড়। তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব।

সারজিস আলম ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সারজিস আলম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সমন বয়ক জ স আলম

এছাড়াও পড়ুন:

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১.৬০ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ জানুয়ারি) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৬০ শতাংশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৫ পয়েন্ট বা ১.৬০ শতাংশ।

এর আগের সপ্তাহের (১৯ থেকে ২৩ জানুয়ারি) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৩৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছিল ০.০১ পয়েন্ট বা ০.১১ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.১৬ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪.৪০ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.২৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৫৩ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ১০.৫৭ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১০.৮৬ পয়েন্টে, আর্থিক খাতে ১১.১৭ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৫৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ১২.৯০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.৩৭ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৩.৫৭ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৫.৪৬ পয়েন্টে, বিবিধ খাতে ১৭.০৪ পয়েন্টে, আইটি খাতে ১৭.৮১ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৪.৮৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ২৬.৯৮ পয়েন্ট, পাট খাতে ২৮.৬৬ পয়েন্টে, ট্যানারি খাতে ৪০.৫৬ পয়েন্টে এবং সিরামিক খাতে ৮৭.৩১ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ