সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড বর্তমান বিশ্ব চ‌্যাম্পিয়ন ভারতের কাছে পুনেতে কীভাবে হেরে গেল, সেটাই এক বিরাট বিস্ময়! জয়ের তীরে এসে ডুবল টিম ইংল্যান্ডের তরী। আর তাতেই ভারতের কাছে সিরিজ খোয়াতে হলো সফরকারী ইংলিশদের। 

সিরিজ বাঁচানোর মিশনে টস জিতে ভারতকে ব‌্যাটিংয়ে পাঠিয়ে দুর্দান্ত শুরু পায় ইংল‌্যান্ড। ১২ রান তুলতে ৩ উইকেট হারায় ভারত। পঞ্চম উইকেট হারায় ৭৯ রানে। শিশির ভেজা উইকেটে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৮১ রান করে স্বাগতিকরা। ৫৩ রানের দুটি কার্যকর ইনিংস খেলেন শিভাব দুমে ও হার্দিক পান্ডিয়া।

জবাব দিতে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬২ রান তুলে নেয় ইংলিশরা। ১৪ ওভার পর্যন্ত তারাই ছিল ফেভারিট। স্কোর বোর্ডে রান তখন ৪ উইকেটে ১২৪। শেষ ৩৬ বলে ৫৮ রান টি-টোয়েন্টি ক্রিকেটে মামুলি ব্যাপারই বটে। তবে বিধি বাম; ১৫তম ওভারে সব সমীকরণ পাল্টে যায়।

আরো পড়ুন:

ভারতকে জিতিয়ে অনন্য রেকর্ডে তিলক 

অভিষেক ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

স্পিনার বরুণ চক্রবর্তী নিজের শেষ ওভার এসে তুলে নেন হ‌্যারি ব্রুক ও ব্রাইডন কার্সের উইকেট। আর তাতেই হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকে যায় ইংল‌্যান্ডের। ১৯.

৪ ওভারে তারা গুটিয়ে যায় ১৬৬ রানে। ১৫ রানের হারে পাঁচ ম‌্যাচের সিরিজ ৩-১ ব‌্যবধানে খোয়াল ইংলিশরা।

ভারতের জয়ের নায়ক শিভাব দুমে। ৩৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন তিনি। হার্দিক ৩০ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫৩ রানের ইনিংসটি সাজান। এর আগে রিংকু সিং ৩০ ও অভিষেক শর্মা ২৯ রান করেন। বল হাতে ইংল‌্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন সাকিব মাহমুদ।

ইংল‌্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন ফিল সল্ট ও বেন ডাকেট। তবে ভালো শুরুর পর তারা কেউই ইনিংস বড় করতে পারেননি। সল্ট ২৩ ও ডাকেট ৩৯ রানে আউট হন। ভালো করতে পারেননি অধিনায়ক বাটলার। ২ রানে থেমে যায় তার ইনিংস। সেখান থেকে হ‌্যারি ব্রুকের ঝড়ে লড়াইয়ে টিকে থাকে ইংল‌্যান্ড। ২৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন ব্রুক।

১৫তম ওভারে বরুণ এসে তাকে ফেরালে ম‌্যাচ বেরিয়ে যায় সফরকারীদের হাত থেকে। পরের ব‌্যাটসম‌্যানরা কেবল পরাজয়ের ব‌্যবধান কমিয়েছেন। ১০ রান করেন ওভারটন। আর ১০ রান আসে আদির রশিদের ব‌্যাট থেকে।

বল হাতে রবি বিষ্ণুয় ও হারশিত রানা ৩টি করে উইকেট নেন। সিরিজের পঞ্চম ম‌্যাচ ২ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

সিলেটে বৃষ্টি, খেলা শুরু হতে দেরি

সিলেটে সোমবার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার সকাল গড়াতেই তা রূপ নেয় বজ্রসহ মুষলধারে বৃষ্টিতে। ফলে প্রথম সেশনে খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে তুলেছে ২৭৩ রান, ফলে ৮২ রানের লিড পায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ১ উইকেটে ৫৭ রান নিয়ে। সাদমান ইসলাম ৪ রানে আউট হয়ে ফিরেছেন। অপরপ্রান্তে মাহমুদুল হাসান জয় ২৮ ও মুমিনুল হক ১৫ রানে অপরাজিত রয়েছেন।  

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ মনে করিয়ে দিয়েছেন অতীতের ঘুরে দাঁড়ানোর উদাহরণ, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্ট মনে আছে? প্রথম ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে গিয়ে দ্বিতীয় ইনিংসে ফিরে এসেছিলাম। সেখান থেকেই অনুপ্রেরণা নিতে হবে।’

জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২৫ রানের লিড টাইগারদের চাপে ফেললেও, মিরাজের বিশ্বাস, দ্বিতীয় ইনিংসে ৪০০ বা তার বেশি রান করে জয়ের পথ তৈরি করা সম্ভব। স্পোর্টিং উইকেট হলেও বড় লক্ষ্য তাড়া করা কঠিন হবে জিম্বাবুয়ের জন্য, এমনটাই মনে করছেন তিনি।

টেস্টের প্রথম দুই দিনে খেলা হয়েছে মোট ছয়টি সেশন। প্রতিটি সেশনেই পাল্টে গেছে ম্যাচের দৃশ্যপট। প্রথম দিনে বাংলাদেশ ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর জিম্বাবুয়ে ছিল ৬৭/০ অবস্থানে। বিশ্লেষকরা তখন এগিয়ে রেখেছিলেন সফরকারীদের। তবে দ্বিতীয় দিনে বল হাতে নিয়ন্ত্রণে ফেরে স্বাগতিকরা।  

বোলিংয়ে সমন্বিত পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। বিশেষ করে, মেহেদী হাসান মিরাজের ছিল দুর্দান্ত দিন। ক্যারিয়ারে ১১ বার পাঁচ উইকেট নেওয়া এই স্পিনার জিম্বাবুয়ের বিপক্ষে আরও ভালো কিছু করতে মুখিয়ে আছেন। তিন পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদও ছিলেন কার্যকর।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শুরু করে ৮২ রানে পিছিয়ে থেকে। তবে সাদমান মাত্র ৪ রান করে বিদায় নেন। এরপর জয় ও মুমিনুল হকের জুটি দিন শেষ করে ৫৭/১ স্কোরে। এখনো ২৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুটা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

মিরাজের মতে, যদি জয় ও মুমিনুল প্রথম ঘণ্টা ভালোভাবে কাটিয়ে দিতে পারেন, তাহলে দিনটি হতে পারে বাংলাদেশের জন্য ‘সোনালি সকাল’।

সম্পর্কিত নিবন্ধ

  • সৌদি আরব সফরে যাচ্ছেন ট্রাম্প
  • সার কেনাসহ শিল্প মন্ত্রণালয়ের দুই প্রস্তাব অনুমোদন
  • বৃষ্টি থেমে রৌদ উঠেছে, খেলা শুরু দুপুর একটায়
  • সিলেটে বৃষ্টি, খেলা শুরু হতে দেরি