হাজীগঞ্জে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাপনার অভাবে প্রায় ৪২০ একর কৃষিজমির চাষাবাদ ব্যাহত হচ্ছে। বিএডিসির সেচ প্রকল্পের মোটর থাকলেও পরিচালনার অভাবে কৃষকের বোরো চাষাবাদে কাজে আসছে না। এ কারণে পানি নিষ্কাশনের সুবিধার্থে পাকা ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন স্কিম ম্যানেজার ও কৃষকরা।
গতকাল শুক্রবার সরেজমিন দেখা গেছে, হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ, নোয়াপাড়া, সাদিপুরা চাঁদপুর ও কচুয়া উপজেলার কালচোঁ গ্রামে ৪২০ একর কৃষিজমি। পানি নিষ্কাশনের জটিলতার কারণে এসব জমির কিছু অংশে দুই ধরনের ফসল উৎপাদনের সুযোগ থাকে। কয়েক বছর ধরে সেচ প্রকল্পে জটিলতা দেখা দিলে অনেক আবাদি জমি চাষাবাদ ছাড়াই পড়ে থাকতে দেখা যায়। এরই মধ্যে বিএডিসির আওতায় মাঠের কিছু অংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সঠিকভাবে পানি পাচ্ছে না এখানকার কৃষক। তা ছাড়া গত বছর বিএডিসি পাম্প থেকে পানি না ওঠায় দুর্ভোগে অনেক কৃষক চাষাবাদ করতে পারেনি বলে অভিযোগ রয়েছে।
কৃষক মুকলেছুর রহমান, মেহেরাজ, সবুজ ও মালেক বলেন, চার গ্রামের প্রায় ৪২০ একর আবাদি জমি রয়েছে। আগে এ মাঠ থেকে ব্যাপক ধান উৎপাদন হতো। বর্তমানে পানি নিষ্কাশনের জটিলতা দেখা দেওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। 
স্ক্রিম ম্যানেজার দিদার হোসেন জানান, হাজীগঞ্জ-কচুয়া সীমান্তে পাতানিশ, নোয়াপাড়া, চান্দু, কালচোঁ গ্রামের প্রায় ৪২০ একর কৃষি মাঠ পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বিপাকে রয়েছেন কৃষক। চাষাবাদের সুবিধার্থে গত বছর খননযন্ত্র দিয়ে কোনোমতে ড্রেন চালু করছেন তিনি। পাকা ড্রেন হলে প্রতিবছর এভাবে আর ড্রেন খনন করতে হবে না।
স্থানীয় ইউপি সদস্য সবুজ মিয়ার ভাষ্য, উপজেলা বিএডিসির আওতায় যে সেচের লাইন সরকার দিয়েছে, তা ঠিকমতো কাজ করছে না। ড্রেনেজ ব্যবস্থা পাকাকরণ করা হলে সব কৃষক ঠিকমতো জমিতে পানি পাবেন।
বিএডিসি কর্মকর্তা মামুনুর রশিদ জানান, অগ্রাধিকারের ভিত্তিতে বিশাল এ কৃষি মাঠে ড্রেনেজ ব্যবস্থার জন্য চেষ্টা করবেন। সে ক্ষেত্রে কৃষক বা স্কিম ম্যানেজার আবেদনের মাধ্যমে এগিয়ে আসতে হবে।
হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, ‘এ মাঠে দেখা যায়, দক্ষিণ অঞ্চলের ধান কাটার সময় হলে উত্তর অঞ্চলের কৃষক জমিতে ধান রোপণ করেন। তার পরও কৃষকের সুবিধার্থে ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য সুপারিশ করব।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড র ন জ ব যবস থ উপজ ল

এছাড়াও পড়ুন:

ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা, গৃহবধূকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী

টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে। 

রাসেল (১৫) সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রেমিকা গৃহবধূকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।

স্বর্ণালী নামে স্থানীয় এক নারী জানান, রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক নারীর। এই নারীর কয়েক বছর আগে বিয়ে হয়েছে। তাঁর স্বামী কলেজের শিক্ষক। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার হঠাৎ খবর পাওয়া যায় রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে ওই নারীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানা যায়। রাসেলের সঙ্গে ওই নারীর ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় ওই গৃহবধূর সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা গৃহবধূকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ