লক্ষ্মীপুরে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফেস্টুনের ওপর ‘শেখ হাসিনাতেই আস্থা,’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধ’ স্লোগানের পোস্টার সাঁটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

লক্ষ্মীপুর ছাত্রলীগের অভিযোগ, এই কাজ নিষিদ্ধ ছাত্রলীগ করেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের আশ্রয়ে রয়েছেন। তবে সেখান থেকেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তিনি। 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। মিছিলটি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। 

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি, সদর (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু। এ সময় বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে হুঁশিয়ার করে দলীয় বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদলের নেতারা বলেন, তাদের ধারণা- বৃহস্পতিবার রাতের কোনো এক সময় লক্ষ্মীপুর কলেজ রোডে খুঁটিতে সাঁটানো প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফেস্টুনের ওপর শেখ হাসিনার ছবিসহ ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনাতেই আস্থা’ ‘আগেই ভালো ছিলাম’ ধরনের স্লোগানের স্টিকার লাগানো হয়। শুক্রবার তা সবার নজরে আসে।

ছাত্রদলের সমাবেশে বক্তারা বলেন, রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে দেয়ালে-দেয়ালে বিভিন্ন স্টিকার লাগানো হয়েছে। তাদের প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মী মাঠে রয়েছেন। তাদেরকে কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।

এদিকে মাদারীপুর শহরের রাস্তার পাশের দেয়ালে দেয়ালে শেখ হাসিনার গ্রাফিতি দেখা যায়। তাতেও লেখা হয়, ‘শেখ হাসিনাতেই আস্থা’, ‘জয় বাংলা’ ধাঁচের স্লোগান। এ নিয়ে জেলাটিতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ভারতে আশ্রিত শেখ হাসিনার পক্ষে ফেব্রুয়ারিতে হরতাল-অবরোধ ডেকেছে আওয়ামী লীগ। এরপরই মূলত বিভিন্ন জেলা থেকে তার পোস্টার, গ্রাফিতির খবর আসছে।

এরই মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দেশ থেকে বিতাড়িত শেখ হাসিনার কথোপকথনের কয়েকটি অডিও ফাঁস হয়েছে, যা নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে। 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র ন ত কর ম

এছাড়াও পড়ুন:

আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক

জোসে মরিনিও ও বিতর্ক—সমার্থক শব্দই হয়ে গেছে। পর্তুগিজ তারকা কোচ সর্বশেষ বিতর্কে জড়ালেন গতকাল রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনাল শেষে। ঘরের মাঠে উত্তপ্ত এক ইস্তাম্বুল ডার্বিতে গালাতাসারাইয়ের কাছে ২–১ গোলে ফেনেরবাচের হেরে যাওয়ার পর মেজাজ ঠিক রাখতে পারেননি মরিনিও। দৌড়ে গিয়ে গালাতাসারাই কোচের নাক দুই আঙুল দিয়ে চেপে ধরেন চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গালাতাসারাই কোচ ওকান বুরুকের পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে নাক ধরছেন মরিনিও। এরপর বুরুক মুখে হাত দিয়ে মাটিতে পড়ে যান। এ সময়ে মরিনিওকে সরিয়ে নেন অন্যরা।

ঝামেলা ম্যাচেও কম হয়নি। ফেনেরবাচে স্টেডিয়ামের এই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনজন খেলোয়াড়। তাঁদের দুজন গালাতাসারাইয়ের, একজন ফেনেরবাচের। তিনজনই লাল কার্ড দেখেছেন ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে সংঘর্ষে জড়িয়ে।

এমন উত্তপ্তই ছিল ফেনেরবাচে–গালাতাসারাই ম্যাচটি

সম্পর্কিত নিবন্ধ