আমার সবচেয়ে ভালো বন্ধু বই। বাড়িতে, গাড়িতে, ভ্রমণে সঙ্গী থাকে বই। বই নিয়ে গল্প করতেও পছন্দ করি। বইবিষয়ক আলোচনা কীভাবে আরও বাড়ানো যায়– সে চিন্তা থেকেই একটি প্ল্যাটফর্ম গড়ার তাগিদ অনুভব করি। সেই চিন্তা থেকে শুরু হয় ‘অআকখ’-এর যাত্রা। আমাদের ট্যাগলাইন ‘বইয়ের খবর পাঠকের কাছে’। যেখানে বইপ্রেমীরা বই নিয়ে কথা বলবেন, তর্ক-আড্ডায় বইয়ের খবর পৌঁছে যাবে পাঠকের কাছে।
বইমেলায় স্টল কর্মীর কাজ করতে গিয়ে উপলব্ধি করি– লোকজন বই কিনতে চান। কোন বই কোথায় পাওয়া যাবে। কোন বই পড়া তাঁর জন্য ভালো হবে। আগে থেকে বুঝতে পারেন না। তখন বন্ধুদের আড্ডায় প্রসঙ্গ ওঠে, মেলায় এমন কিছু করা যেন পাঠক সহজে নিজের পছন্দের বইটি খুঁজে পান। এ কাজে সঙ্গী হন শেখ ফাতিমা পাপিয়া।
গত বছর বইমেলায় আমরা তরুণ লেখকদের নিয়ে একটি বিশেষ আয়োজন করি। বইমেলায় যাদের প্রথম বই প্রকাশিত হতে যাচ্ছে, তাদের বইয়ের গল্প এবং বই লেখার গল্প তুলে আনি। এতে অনেক লেখক উপকৃত হয়েছেন এবং তাদের বইয়ের কথা পাঠক জানতে পেরেছেন। তরুণ লেখক খুঁজে বের করা, যাচাই-বাছাই করা, ভিডিও সাক্ষাৎকার গ্রহণ এবং তা প্রচার করা– এ কাজ খুব একটা সহজ ছিল না।
সাক্ষাৎকারের বাইরেও আমরা এক ধরনের আড্ডা সিরিজ আয়োজন করি মেলায়। গল্পে গল্পে বইয়ের কথা। লেখকের সঙ্গে পাঠক বই নিয়ে গল্প করবেন। প্রতিদিন একজন লেখকের সঙ্গে দীর্ঘ আলাপ করে তা প্রচার করতাম; যা মেলায় বেশ সাড়া ফেলে। তরুণ, প্রবীণ ও প্রসিদ্ধ– সব ধরনের লেখক নিয়ে এ বিশেষ আয়োজন আমরা করেছি ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায়। গত বছর বইমেলার ৩১ দিনে ৩১ জন লেখকের সাক্ষাৎকার গ্রহণ করেছি আমরা। একইসঙ্গে পাঠক এবং প্রকাশকদের কথা, বইমেলা নিয়ে তাদের প্রত্যাশার কথাও আমরা তুলে ধরেছি। প্রতিদিন বিভিন্ন বইয়ের তথ্য, বই নিয়ে আড্ডা, কোন বই কোথায় পাওয়া যাবে– এসব তথ্যসহ নানা বিষয়ে মেলার মাঠে আমাদের আয়োজন ছিল। প্রতিদিন প্রকাশিত বইয়ের সংখ্যা, আগত দর্শনার্থীদের বই খুঁজে পেতে সহায়তা করা ছিল আমাদের নিয়মিত কাজ।
গত বছর আমরা ঝোঁকের মাথায় কাজটি শুরু করেছিলাম। আমাদের আশপাশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়া এই বিশাল কার্যক্রম সফল করা সম্ভব ছিল না। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন ক্যাম্পাসের অনেক তরুণ। আরও আছেন অনেক শুভাকাঙ্ক্ষী- শুভানুধ্যায়ী। যারা শুরু থেকেই পাশে ছিলেন, তারা পরামর্শ দিয়েও নানাভাবে সহযোগিতা করেছেন। সেই সাহস নিয়ে গত বছরের অভিজ্ঞতা ও সাফল্যকে সঙ্গী করে নতুন উদ্যমে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ কাজ করবে ‘অআকখ’। বাংলা একাডেমির অনুমোদনক্রমে এ বছর একটি সাহিত্য মিডিয়া স্টল (সোহরাওয়ার্দী উদ্যানে ২১৮ নম্বর স্টল) পেয়েছি আমরা। সাহিত্য মিডিয়া হিসেবে আমাদের যাত্রা ও কার্যক্রম বাস্তবায়নে অগ্রসর হচ্ছি। বাংলা সাহিত্যকে ঘিরে আমাদের এ যাত্রায় যারাই যুক্ত হতে চান, তাদের স্বাগত ও আমন্ত্রণ জানাই। v
উৎস: Samakal
কীওয়ার্ড: গত বছর বই ন য় দ র বই বইম ল বইয় র
এছাড়াও পড়ুন:
ভিডিও করার সময় পা ফসকে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।