দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় উৎসব সাগরদাঁড়ীর মধুমেলা।
আমাদের সংস্কৃতির ঐতিহ্য হলো মেলা। বাংলাসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মোৎসবকে ঘিরে এ মেলার আয়োজন হয়। এ বছর মহাকবির ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি থেকে শুরু হয় সপ্তাহব্যাপী এ মেলা।
জানা যায়, ১৯১৯ সালে মধুসূদন দত্তের জীবনীগ্রন্থের লেখক নগেন্দ্রনাথ সোম তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে সাগরদাঁড়ী এসে মধুসূদনের জন্মোৎসব উদযাপন করেন। তিনি তাঁর গ্রন্থ ‘মধু-স্মৃতি’র ভূমিকায় লিখেছেন, ‘মধুসূদনের জন্মতিথির উৎসব উপলক্ষে আমি বাঙ্গালা ১৩২৬ সনের ১২ মাঘ (১৯১৯ খ্রিষ্টাব্দ) তাঁহার জন্মভূমি সাগরদাঁড়ী গ্রামে অবস্থিতি করিয়াছিলাম।’ তখন থেকেই সাগরদাঁড়ীতে শুরু হয়েছিল মধুসূদন স্মরণানুষ্ঠানের।
শুরু থেকে এই জন্মবার্ষিকী অনুষ্ঠানের জন্য সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে গঠিত হতো ‘মধুসূদন জন্মবার্ষিকী উদযাপন কমিটি’। তারাই এ অনুষ্ঠানের আয়োজন করত। তখন বলা হতো ‘মধুসূদন জন্মবার্ষিকী অনুষ্ঠান’ বা ‘মধুজয়ন্তী’। ১৯৭৩ সালের ২৫ জানুয়ারি সাগরদাঁড়ীতে দুই বাংলার খ্যাতিমান কবি-সাহিত্যিকের মিলনমেলায় তৎকালীন তথ্য ও বেতারমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওইদিন উপস্থিত পল্লিকবি জসীম উদ্দীন তাঁর বক্তৃতায় উল্লেখ করেছিলেন, ‘মধুসূদন স্মরণোৎসব’। এর আগে থেকে এলাকার সাধারণ মানুষের কাছে তা পরিচিতি পায় ‘মাইকেল উৎসব’ নামে। ১৯৮১ সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা (বিসিক) মধুসূদন স্মরণোৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ শুরু করে। তারাই এটিকে ‘মধুমেলা’ নামকরণ করে।
১৯৯৪ সালের ২৫ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস মধুমেলার উদ্বোধন করেন। ওই বছর থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ মেলার পৃষ্ঠপোষকতা শুরু করে। ২০০১ সাল থেকে এর আয়োজন করা হয় ‘যশোর জেলা প্রশাসন’ থেকে।
এ বছর সাত দিনব্যাপী ‘মধুমেলা’য় ছিল মহাকবির জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা অনুষ্ঠান, সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক পরিবেশনা। মেলাঙ্গনে ছিল যাত্রা, সার্কাস, পুতুল নাচ, জাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন। ১৯৯৪ সাল থেকে মেলাঙ্গনের এক অংশে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে থাকে কৃষিমেলা। এলাকার কৃষকরা সারাবছর তাদের উৎপাদিত সেরা পণ্য নিয়ে মধুমেলার অপেক্ষায় থাকেন। এ ছাড়া কুটিরশিল্পসহ গ্রামীণ পণ্যের পসরা বসে মধুমেলায়।
সাতক্ষীরা থেকে মা-বাবার সঙ্গে মধুমেলা দেখতে আসা শিক্ষার্থী তাহসিনা ফারিয়া জানায়, ‘এবারই প্রথম মধুমেলায় এসেছি। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বইয়ে পড়েছি। এখানে এসে মধুসূদনের বসতভিটা, মধুপল্লি, কপোতাক্ষ নদসহ মেলা প্রাঙ্গণ ঘুরে অনেক মজা পেয়েছি।’
কেশবপুর উপজেলার কলাগাছি গ্রামের ইসরাফিল হোসেন বলেন, ‘এবারের মধুমেলায় ব্যতিক্রম ছিল কৃষিমেলা। সেখানে থাকা বিভিন্ন কৃষিপণ্য দেখে ভালো লেগেছে। বলা যেতে পারে, মেলার ভেতর আরেক মেলা।’
মা-বাবার সঙ্গে যশোর থেকে মধুমেলা দেখতে আসা শিক্ষার্থী আবির বিন হেলাল জানায়, ‘মেলায় এবারই প্রথম এসেছি। কৃষিমেলায় এসে ২৫ কেজি ওজনের মিষ্টিকুমড়া ও ছয় ফুট উচ্চতার ৩৭ কেজি ওজনের মানকচু দেখে ভালো লেগেছে। এ ছাড়া অন্যান্য কৃষিপণ্যও পছন্দ হয়েছে।’
সাগরদাঁড়ী মধুসূদন একাডেমির পরিচালক মধুসূদন গবেষক ও কবি খসরু পারভেজ বলেন, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উৎসব মধুমেলা। কালে কালে মধুসূদন স্মরণোৎসব বাংলাদেশের একটি বড় লোকমেলায় রূপান্তরিত হয়েছে। যশোরবাসীর কাছে, কেশবপুরবাসীর কাছে, সাগরদাঁড়ীবাসীর কাছে অনেক বেশি উচ্ছ্বাস ও আনন্দের মেলা। এ মেলার মধ্য দিয়ে যেমন আমাদের সংস্কৃতির বিকাশের সুযোগ ঘটে, তেমনি আলোচনা অনুষ্ঠান থেকে মধুসূদনের জীবন ও সাহিত্য সম্পর্কে জানা-বোঝার সুযোগ ঘটে।’
সাগরদাঁড়ীর পোস্টমাস্টার মুফতি তাহেরুজ্জামান তাছু বলেন, ‘মধুমেলা উপভোগ করার জন্য শুরুতেই সাগরদাঁড়ী এলাকাসহ চারপাশের গ্রামে আত্মীয়স্বজন আসতে শুরু করে। অনেকেই মেয়ে-জামাই, বন্ধু-বান্ধবসহ আত্মীয়দের দাওয়াত দেন। আত্মীয়দের রসপিঠা খাওয়ানোর জন্য মেলার এক মাস আগে থেকে চালের গুঁড়া তৈরির কাজ শুরু হয়ে যায়। মেলার সময় প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করে। মধুমেলায় কয়েক লাখ দর্শনার্থী ও মধুপ্রেমীর সমাগম ঘটে।’
মধুপল্লির কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, ‘মধুমেলা উপলক্ষে মধুপল্লি সুন্দরভাবে সাজানো হয়েছে। দর্শনার্থীরা মধুপল্লিতে কবির ভাস্কর্য, প্রসূতিস্থল, কাছারিবাড়ি, স্মৃতিবিজড়িত আসবাব ও ব্যবহার্য জিনিসপত্র দেখতে পারছেন।’
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ক শবপ র র জন ম ন র জন র জন য স গরদ
এছাড়াও পড়ুন:
ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্র ও রিসোর্টের ব্যবসা কেমন, আছে নানা অফার
এবার ঈদুল ফিতরে পাওয়া গেছে ৯ দিনের লম্বা ছুটি। এ সুযোগ কাজে লাগাতে অনেকেই বিভিন্ন পরিকল্পনা করছেন। কেউ চিন্তা করছেন বিভিন্ন বিনোদনকেন্দ্রে যাওয়ার, আবার কেউ যেতে চান কোনো পর্যটন স্থানে। অন্যদিকে গ্রাহকদের টানতে বিভিন্ন বিনোদনকেন্দ্র ও হোটেল-রিসোর্টও দিচ্ছে বিভিন্ন অফার।
বিভিন্ন বিনোদনকেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ উপলক্ষে তারা আলাদা প্রস্তুতি নিয়েছে। নতুন করে বিভিন্ন রাইড, গেম ও প্যাকেজ যুক্ত করেছে। আবার হোটেল-রিসোর্টগুলোও বিভিন্ন মূল্য ছাড়সহ ঈদ স্পেশাল প্যাকেজ সুবিধা দিচ্ছে।
ব্যবসায়ীরা জানান, করোনার সময় থেকে তাঁদের ব্যবসা একপ্রকার মন্দা যাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হওয়া, মূল্যস্ফীতি প্রভৃতি কারণে গ্রাহকদের চাহিদাও কম ছিল। তবে এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। গ্রাহকদের থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি তাঁদের।
বিনোদনকেন্দ্রের নানা প্যাকেজ
ঈদের ছুটিতে পরিবার নিয়ে অনেকেই বিনোদনকেন্দ্রে যাওয়ার পরিকল্পনা করেছেন। বিশেষ করে পরিবারের ছোটদের বিশেষ চাহিদা থাকে এ বিষয়ে। রাজধানীর অভ্যন্তরে ও আশপাশের এলাকায় এ রকম বেশ কিছু বিনোদনকেন্দ্র রয়েছে।
ঢাকার আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম ঈদ উপলক্ষে বিভিন্ন অফার দিচ্ছে। ফ্যান্টাসি কিংডম ঈদে তিনটি নতুন রাইড নিয়ে এসেছে। এর মধ্যে সবার জন্য রয়েছে ড্রপ অ্যান্ড টুইস্ট রাইড, টপ স্পিন রাইড ও ভিআর ৩৬০ রাইড। এ ছাড়া ছোটদের জন্যও নতুন রাইড রয়েছে।
ফ্যান্টাসি কিংডমের এক কর্মকর্তা জানান, তাঁরা গ্রাহকদের জন্য তিনটি প্যাকেজে বিনোদনের সব সুবিধা রেখেছেন। প্রতিটি প্যাকেজের মূল্য সর্বনিম্ন ১ হাজার ২৫০ টাকা থেকে সর্বোচ্চ দেড় হাজার টাকা পর্যন্ত। এর মধ্যে বিভিন্ন রাইডে চড়া, ওয়াটার কিংডমে যাওয়া, পার্কটির প্রবেশ ফি ও দুপুরের খাবারের টাকা সংযুক্ত রয়েছে। ফ্যান্টাসি কিংডমে ২৬টি রাইড রয়েছে। একেকটি প্যাকেজে ১২টির মতো রাইড পাওয়া যায়। গ্রাহকেরা সেখানে উপস্থিত হয়েই প্যাকেজ কিনতে পারবেন; আগে থেকেও বুকিং দিতে পারেন।
ঈদের বন্ধে রাজধানী ও এর আশাপাশের বিভিন্ন বিনোদনপার্কে মানুষের ভীড় বেড়েছে। বিশেষ করে পরিবারের ছোটদের নিয়ে এসব বিনোদন পার্কে ঘুরতে যান অভিভাবকেরা। গতকাল বিকেলে ঢাকার আশুলিয়ায় অবস্থিত বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডমেও এমন ভীড় দেখা গেছে