Samakal:
2025-04-24@16:41:40 GMT

টিকটিকির তরবারি

Published: 31st, January 2025 GMT

টিকটিকির তরবারি

অনেক অনেক আগের কথা। তখন টিকটিকিটি ছিলো কঠোর পরিশ্রমী। তার ছিলো বিশাল এক তরবারি। ফসল কাটার কাজে ব্যবহার করতো সেই তরববারি। টিকটিকির নির্দেশ খুব ভালোভাবেই পালন করতো তরবারিটি।  
অন্যদিকে খরগোশের টিকটিকির মতো তরবারি ছিলো না। সে ঝোপের আড়ালে লুকিয়ে দেখে, তরবারিটি টিকটিকির জন্য কাজ করছে। এতে তার খুব মন খারাপ হয়। একদিন চুপিচুপি তরবারিটি চুরি করে খরগোশ। তারপর হেসে বলে, তরবারির মালিক এখন আমি। টিকটিকির মতো খরগোশও তরবারিকে নির্দেশ দেয়। তরবারি কাজ শুরু করে। এদিক-সেদিক ঘুরে ফসল কাটে। খরগোশ তাকে থামানোর চেষ্টা করে। পারে না। এর মধ্যে খরগোশের বাড়ি পর্যন্ত চলে আসে। খরগোশ একই নিয়মে বার বার নির্দেশ দিতে থাকে। তরবারি দ্রুত খরগোশের বাড়ি কেটে আরও সামনে এগোতে থাকলো। খরগোশ কোনোভাবেই তাকে থামাতে পারলো না।
টিকটিকি লুকিয়ে সব দেখছিলো। সে দেখছে আর হাসছে। তরবারি চুরি করার সময় খরগোশ নিজেকে খুব বুদ্ধিমান ভেবেছিলো। এখন শীতের দিনে থাকার জন্য, এমনকি খাবারের জন্য খরগোশের কিছুই অবশিষ্ট থাকলো না। তরবারি কেটে সব সাফ করে দিয়েছে।
তখনই খরগোশ টিকটিকিকে চিৎকার করে ডাকে– টিকটিকি, তরবারি থামাও! 
খরগোশের একটু আড়ালে গিয়ে তরবারিটিকে থামার নির্দেশ দিলো টিকটিকি। সে থেমে গেলো। তারপর হাসতে হাসতে তরবারি কোলে তুলে বাড়ির পথ ধরলো। 
খরগোশ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটিকির চলে যাওয়াটা দেখতে থাকলো!

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘এই টাকা দিলে মান-সম্মান থাকে?’ বলা সেই ওসিকে বদলি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ওসি এনায়েত হোসেনকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে।

বদলি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী ইসলাম। এর আগে গত ১৮ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ওসির টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, জিডি বা অভিযোগের কাগজের সঙ্গে স্টেপলার করে রাখা কিছু টাকা হাতে নিয়ে ওসি এনায়েত হোসেন এক ব্যক্তিকে বলছেন, ‘এই টাকা দিলে মানসম্মান থাকে?’ এ সময় ওসির সামনে আরও দুই-তিনজনকে বসে থাকতে দেখা যায়।

জানা গেছে, উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সঙ্গে ওসির কথোপকথনের ভিডিওটি কেউ ধারণ করেন। কোনো ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছিল। ১৯ এপ্রিল দিনব্যাপী কমিটির সদস্যরা তদন্ত করে প্রতিবেদন জমা দেন। এরপরই তাকে বদলির আদেশ দেওয়া হলো।

এর আগে গত বুধবার ওসি এনায়েত হোসেনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শকের কাছে ডাকযোগে অভিযোগ দেন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সম্পাদক সালাউদ্দিন মোল্লা ও ভূক্তভোগী এক নারী। অভিযোগপত্রে সালাউদ্দিন বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে গত ১১ এপ্রিল শ্যামলদী গ্রামে অনুমোদনহীন বাউল গানের আসর টাকার বিনিময়ে চলার অনুমতি দেন।

এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে সরে যান ওসি এনায়েত হোসেন। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা মুখে পড়েন ওসি। এ ছাড়া অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ করেছেন কেন্দ্রীয় জিসাসে’র সহসাংগঠনিক রিয়াজুল ইসলাম খোকনের স্ত্রী আনোয়ারা আক্তার বেবী।

অভিযোগে আনোয়ারা উল্লেখ করেন, তার স্বামী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের অনুসারী। দুপ্তারা বাজারে তার ছবি সংবলিত ব্যানার টানাতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এর প্রতিবাদ করলে গুলি করে মেরে ফেলার হুমকি দেন তারা। রাতে তোরণটি ভেঙে অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালান। ফাঁকা গুলি ছুড়ে ঘণ্টাব্যাপী এলাকায় তাণ্ডব চালান হামলাকারীরা। 

এ ঘটনার পর আড়াইহাজার থানায় অভিযোগ দিতে গেলে না নিয়ে উল্টো টাকা দাবি করেন ওসি এনায়েত হোসেন। পরবর্তীতে থানার সহযোগিতা না পেয়ে এলাকা ছেড়ে স্বামী ও ছেলেকে নিয়ে পালিয়ে নিজেদের রক্ষা করেছেন বলে অভিযোগ করেন আনোয়ারা আক্তার।

সম্পর্কিত নিবন্ধ