Samakal:
2025-04-03@01:42:19 GMT

টিকটিকির তরবারি

Published: 31st, January 2025 GMT

টিকটিকির তরবারি

অনেক অনেক আগের কথা। তখন টিকটিকিটি ছিলো কঠোর পরিশ্রমী। তার ছিলো বিশাল এক তরবারি। ফসল কাটার কাজে ব্যবহার করতো সেই তরববারি। টিকটিকির নির্দেশ খুব ভালোভাবেই পালন করতো তরবারিটি।  
অন্যদিকে খরগোশের টিকটিকির মতো তরবারি ছিলো না। সে ঝোপের আড়ালে লুকিয়ে দেখে, তরবারিটি টিকটিকির জন্য কাজ করছে। এতে তার খুব মন খারাপ হয়। একদিন চুপিচুপি তরবারিটি চুরি করে খরগোশ। তারপর হেসে বলে, তরবারির মালিক এখন আমি। টিকটিকির মতো খরগোশও তরবারিকে নির্দেশ দেয়। তরবারি কাজ শুরু করে। এদিক-সেদিক ঘুরে ফসল কাটে। খরগোশ তাকে থামানোর চেষ্টা করে। পারে না। এর মধ্যে খরগোশের বাড়ি পর্যন্ত চলে আসে। খরগোশ একই নিয়মে বার বার নির্দেশ দিতে থাকে। তরবারি দ্রুত খরগোশের বাড়ি কেটে আরও সামনে এগোতে থাকলো। খরগোশ কোনোভাবেই তাকে থামাতে পারলো না।
টিকটিকি লুকিয়ে সব দেখছিলো। সে দেখছে আর হাসছে। তরবারি চুরি করার সময় খরগোশ নিজেকে খুব বুদ্ধিমান ভেবেছিলো। এখন শীতের দিনে থাকার জন্য, এমনকি খাবারের জন্য খরগোশের কিছুই অবশিষ্ট থাকলো না। তরবারি কেটে সব সাফ করে দিয়েছে।
তখনই খরগোশ টিকটিকিকে চিৎকার করে ডাকে– টিকটিকি, তরবারি থামাও! 
খরগোশের একটু আড়ালে গিয়ে তরবারিটিকে থামার নির্দেশ দিলো টিকটিকি। সে থেমে গেলো। তারপর হাসতে হাসতে তরবারি কোলে তুলে বাড়ির পথ ধরলো। 
খরগোশ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটিকির চলে যাওয়াটা দেখতে থাকলো!

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঈদের শাড়ি পরে রান্নার সময় আগুন লেগে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় ঈদের দিন নতুন শাড়ি পরে রান্না করার সময় আগুন লেগে ঊর্মি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে আগুনে দগ্ধ হন ঊর্মি। ওইদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঊর্মি (২৫) উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের দেয়াঙ আলী চৌধুরীবাড়ির নঈম উদ্দিন ওরফে বাঁচা মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন নতুন শাড়ি পরা অবস্থায় ঊর্মি রান্না করছিলেন। তখন অসাবধানতাবশত চুলা থেকে শাড়িতে আগুন ধরে যায়। এক পর্যায়ে তিনি রান্নাঘর থেকে বের হয়ে চিৎকার করেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, শাড়িতে আগুন লেগে গৃহবধূ ঊর্মির শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৈয়্যবুর রহমান জানান, ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ