আজ ফেব্রুয়ারির প্রথম দিন। আজ থেকেই যে বইমেলা শুরু হয়েছে, তা তো বেশ ভালোই জানো তোমরা। এই ভালো করে জানা বুদ্ধিমান ফড়িং সোনাদের বলি, এবারের মেলার প্রথম দিনটাই তোমাদের। মানে আজই শিশুপ্রহর। এ কারণেই প্রথম দিনেই জমে উঠবে মেলা। রাজ্যের পিচ্চিকাচ্চি প্রথম দিন থেকেই মেলায় ভিড় জমাবে। কেউ কেউ তো মেলার স্টলের সামনে দাঁড়িয়ে নতুন বইয়ের ঘ্রাণ নেওয়াও শুরু করে দেবে। এই ঘ্রাণ নেওয়ার অভ্যাস কিন্তু ভালো! বলি, যাদের এই রোগটা আছে, তারাসহ সবাই কিন্তু মেলায় বড়দের সঙ্গে যাবে। সাহস করে আবার একাকি মেলার পথ ধরো না। মেলার ভিড়ে ভুলে কেউ বাবা-মা কিংবা ভাইয়া-আপুদের হাত ছেড়ে যদি হারিয়ে যাও, তাতে চিন্তার কিছু নেই। তোমরা তো অনেক বুদ্ধিমান। হারিয়ে যাওয়ার পর বুদ্ধি করে সোজা মেলার তথ্যকেন্দ্রে গিয়ে হাজির হবে। তারপর সেখানে যে লোকটা মাইক্রোফোন হাতে বকবক করে, তার হাত থেকে মাইক্রোফোন নিয়ে বলবে, ‘আমি অমুক (এখানে নিজের নামটাই বলবে!), আমি ঠিকই আছি কিন্তু আমার আব্বুটা হারিয়ে গেছে! আব্বু তুমি যেখানে থাকো, সোজা তথ্যকেন্দ্রে চলে আসো।’
আর শোনো, মেলায় মাস্ক পরে যাওয়ার চেষ্টা করবে। যদি ইচ্ছে না হয়; পুরো মেলা ঘোরার দরকার নেই। তোমাদের জন্য মেলায় আলাদা কর্নার তো আছেই। সেখানেই পেয়ে যাবে প্রিয় লেখকের পছন্দের বই। আজকের মতো প্রতি শনি এবং শুক্রবার কেবল তোমাদের জন্যই! মানে মেলায় প্রতি শুক্র এবং শনিবার থাকবে শিশুপ্রহর। বেলা ১১টার মধ্যে বড় কাউকে সঙ্গে নিয়ে মেলায় চলে যাবে। মেলা থেকে কেনা তোমাদের প্রিয় লেখকদের বই পড়ে আমাদের জানিও কেমন লাগলো। আমরা নিয়মিত তোমাদের খোঁজ দেবো প্রিয় লেখকের সেরা বইয়ের। চোখ রেখো ঘাসফড়িং-এ! n
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মুত্যু
চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আহত ইয়াসিন আলী (২৪) ও মাহির তাজয়ার তাজ (১৫) নামে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (২ এপ্রিল) চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নবিননগরে একটি ও গত ২৭ মার্চ চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে অপর দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহির তাজওয়ার তাজ আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে ও ইয়াসিন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের দিদার আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান, জানান, অসাবধানতা ও বেপরোয়া মোটরসাইকেল ড্রাইভ করতে যেয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নবিননগরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রাতে তার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরিবারের পক্ষ থেকে তাকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে রাত ৮ টার দিকে অ্যাম্বুলেন্সে মাহির মারা যায়।
অন্যদিকে গত ২৭ মার্চ চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে ইয়াসিন আলী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে যায়। এসময় তার দুই পা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুঁড়িয়ে যায়। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ দিনের মাথায় বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে ইয়াসিন মারা যায়।
দুটি দুর্ঘটনায় কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের না করায় সুরতহাল রিপোর্ট শেষে স্ব স্ব পরিবারের কাছে তাদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/মামুন/টিপু