গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মাণাধীন হরিপুর-চিলমারী তিস্তা পিসি গার্ডার সেতুর পাশেই খননযন্ত্র দিয়ে তোলা হচ্ছে বালু। মহিলা দলের এক নেতা ও স্থানীয় বালু ব্যবসায়ী এ কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে। অবাধে বালু তোলায় পিলার দুর্বল হয়ে সেতু ধসে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
সম্প্রতি সেতুর উত্তর ধারে হরিপুরের পাত্রখাতা মৌজায় বালু তোলা হচ্ছে জেনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগমকে বালু তুলতে নিষেধ করা করা হয়। ভূমি কর্মকর্তা চলে যাওয়ার পরও বন্ধ হয়নি বালু উত্তোলন।
এদিকে অবাধে বালু তোলায় সেতু এলাকায় ৬০ থেকে ৭০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এভাবে বেশি দিন চলতে থাকলে যে কোনো মুহূর্তে সেতুটি ধসে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বলছেন সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক ও সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল রহমান প্রামাণিক। 
অভিযোগ প্রসঙ্গে উপজেলা মহিলা দলের সভানেত্রী বিউটি বেগমের ভাষ্য, সেতুর সংযোগ সড়ক নির্মাণে চরের শতাধিক অসহায় মানুষের বসতভিটা ভেঙে দেওয়া হয়েছে। তার মধ্যে তাঁর ঘরও রয়েছে। ভেঙে ফেলা এসব ঘরবাড়ি তোলার জন্য নিজেদের জমি থেকে বালু তুলেছেন। প্রশাসন বাধা দেওয়ায় বালু তোলা বন্ধ রাখা হয়েছে। তিনি একাই নন, সাইদুর রহমান নামে এক ব্যক্তিও দীর্ঘদিন ধরে সেতু এলাকা থেকে বালু তুলে বিক্রি করছেন। প্রশাসন তাকে বাধা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় তিনি সেতুর সংযোগ সড়ক নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত 
পরিবারকে ক্ষতিপূরণ ও দ্রুত বসতবাড়ি নির্মাণ করে দেওয়ার দাবি জানান। 
২০১৪ সালের ২৫ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হরিপুর-চিলমারী তিস্তা সেতুর ভিত্তি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ২০২০ সালের ৬ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারী উপজেলা সদরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প অনুমোদন দেয়। এলজিইডির বাস্তবায়নে ৭৩০ কোটি ৮৫ লাখ টাকায় সেতুটি নির্মাণ করে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের মার্চ মাসে যাতায়াতের জন্য খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীবাসীর স্বপ্নের তিস্তা পিসি গার্ডার সেতু। ইতোমধ্যে ৯৫ ভাগ কাজ প্রায় শেষ হয়েছে। সেতু এলাকায় অবাধে বালু তোলা হলে স্বপ্নের এ সেতু ঝুঁকির মুখে পড়বে– সম্প্রতি সেতু পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন এলজিইডির প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ।
তিস্তা সেতু বাস্তবায়ন আন্দোলনের নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক আ.

ব. ম. শরীয়তুল্লাহ মাস্টার বলেন, ২০০০ সাল থেকে তিস্তা সেতু বাস্তবায়ন আন্দোলন শুরু হয়। ২০১২ সালে এসে তিস্তা সেতু নির্মাণে আলোর মুখ দেখতে শুরু করে। ২০১৪ সালে সেতু নির্মাণকাজের সূচনা হয়। প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। স্বপ্নের সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। এর মধ্যে সেতু এলাকা থেকে বালু তোলা হলে স্বপ্নভঙ্গ হতে বেশি সময় লাগবে না। বালু তোলার কাজে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 
হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোজাহারুল ইসলাম বলেন, উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন এ সেতুটি। এ সেতুতে চলাচল শুরু হলে রংপুর থেকে বিভিন্ন স্থানে যাতায়াতে সময় অর্ধেক বেঁচে যাবে। দেশের এ সম্পদের ক্ষতি যে করবে, সে দলের হলেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, বালু তোলার অভিযোগ পেয়ে সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্তরা বালু তুলবেন না প্রতিশ্রুতি দিয়েছেন। তার পরও সেতুর ক্ষতি হয় এমন কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

খসে পড়ছে ছাদ-পলেস্তারা সেবা নিতে দাঁড়াতেও ভয়

ভবনের পলেস্তারা ও ছাদের অংশ প্রায়ই খসে পড়ে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পড়ে পানি। অনেক স্থানে ফাটল ধরেছে। জানালার গ্লাসও ভেঙে গেছে। এমন জরাজীর্ণ অবস্থা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রধান ডাকঘরের। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়ে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ডাকঘরটি বেহাল হওয়ার কারণে পুরোনো অনেক নথি বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। 
কর্মকর্তা-কর্মচারীরা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়। কিন্তু কোনো কাজ হয়নি। অথচ ডাকঘর একটি গুরুত্বপূর্ণ দপ্তর। এখান থেকে নিয়মিত রাজস্ব পাচ্ছে সরকার। 
বেলকা ডাকঘরের পিয়ন মোস্তাফা মিয়ার ভাষ্য, সুন্দরগঞ্জের ডাকঘরটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। সব শাখা ডাকঘরের পিয়ন প্রতিদিন চিঠিপত্র আনা-নেওয়ার জন্য এখানে যাতায়াত করেন। ভবনটির ভেতরে দীর্ঘক্ষণ অবস্থান করা অত্যন্ত বিপজ্জনক। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জের অধীনে ১২টি শাখা ডাকঘর আছে। আধুনিক ও ডিজিটাল প্রযুক্তি থাকায় এখানে অনেক গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান হয়। বিশেষ করে বিভিন্ন পাবলিক পরীক্ষার খাতাপত্র এবং সরকারি দপ্তরের চিঠি ডাকযোগে আদান-প্রদান হচ্ছে। এ ছাড়া রেভিনিউ স্টাম্প সংগ্রহ করতে হয় এখান থেকে।
এসব সেবার জন্য গুরুত্বপূর্ণ হলেও উপজেলার প্রধান ডাকঘরটির অবস্থা অত্যন্ত খারাপ বলে মন্তব্য করেন দহবন্দ ইউনিয়নের মাইদুল ইসলাম। তিনি বলেন, সেবা নিতে দাঁড়িয়ে থাকতে ভয় লাগে। 
সুন্দরগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার নুরুল হুদা বলেন, ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। কাগজ সংরক্ষণ করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে।  
বিষয়টি অবগত আছেন বলে জানান জেলা ডাকঘরের পোস্ট মাস্টার বিল্পব কুমার দাস। তিনি বলেন, ভবনটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • খসে পড়ছে ছাদ-পলেস্তারা সেবা নিতে দাঁড়াতেও ভয়