অনশনে অসুস্থ তিতুমীরের ২ ছাত্র ঢাকা মেডিকেলে ভর্তি
Published: 31st, January 2025 GMT
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে অনশনরত দুই ছাত্র অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার বিকেলে তাদের অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থরা হলেন, তিতুমীর কলেজের ম্যাথমেটিক্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র মোহাম্মদ রায়হান (২৩) ও বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র রানা আহমেদ (২২)।
বর্তমানে তারা ঢামেকের নতুন বিল্ডিংয়ের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তিতুমীর কলেজের সামনে অনশন অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়েন। রাত ৮টা ৩৫ মিনিটে তাদের সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত ত ম র কল জ ঢ ক ম ড ক ল কল জ
এছাড়াও পড়ুন:
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে 'ব্লকেড', রাজুতে অনশন
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একদল শিক্ষার্থী।
আজ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা ‘ব্লকেড, শাহবাগ ব্লকেড, আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে, শিক্ষা- সন্ত্রাস একসঙ্গে চলে না’ ইত্যাদি স্লোগান দেন।
এ দিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ১০-১২ নেতা। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব মহির আলম, কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, ছাত্রসংসদ নেতা রেজেয়ান আহমেদ রিফাত, রিমন চৌধুরী প্রমুখ অনশনে বসেছেন।