আগামী ৭ ফেব্রুয়ারি আমীরে জামায়াতের জনসভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ৩১জানুয়ারি শুক্রবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার উদ্যেগে ভোলাইল ঈদগাহ মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সমাবেশে থানা আমীর অ্যাডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আব্দুল জব্বার। তিনি বলেন নারায়ণগঞ্জ এর মানুষ অত্যান্ত শান্তি প্রিয় মানুষ। 

রাসুল (স:) এর দেখানো রাস্তায় যদি রাস্ট্র পরিচালিত হয় তাহলে মানুষের প্রত্যাশিত শান্তিভ পাওয়া সম্ভব।  কারন দুনিয়ার মানুষ তার মনগড়া আইন দিয়ে রাস্ট্রে কোন দিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেনা।

তাই আসুন জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের দুনিয়া ও আখিরাতের শান্তি নিশ্চিত করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কর্ম পরিষদের সম্মানিত সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির ও  মোহাম্মদ জাকির হোসেন। বক্তব্য রাখেন ডা: নুরুল ইসলাম, 

থানা সেক্রেটারি মোহাম্মদ সাইদুর রহমান, বশিরুল হক, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে পড়ে মির্জা আব্দুল মুঈদ বেগ (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতাল ও মরদেহ থানায় নিয়ে যায়।

মির্জা আব্দুল মুঈদ বেগ কুষ্টিয়ার মিরপুর থানা এলাকার বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে। 

আরো পড়ুন:

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

চট্টগ্রামে টানা তিন দিন একই স্থানে দুর্ঘটনা, নিহত ১৬

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভোর ৪টা ৪২ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় বাসের সামনের দিকের সিটে থাকা মির্জা আব্দুল মুঈদ ঘটনাস্থলেই মারা যান, আহত হন তার স্ত্রীসহ আরো পাঁচজন। এর মধ্যে, চারজন প্রাথমিক চিকিৎসা শেষে নিজ গন্তব্যে চলে গেছেন।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, ‘‘নিহতের লাশ থানায় রয়েছে। পরিবারের সদস্যরা লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য আবেদন করেছেন, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি।’’

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত নিবন্ধ