বন্দরে টেক্সটাইল শ্রমিক শাহিনের আত্মহত্যা
Published: 31st, January 2025 GMT
বন্দরে সোহাগপুর টেক্সটাইল মিলসের শিক্ষানবীশ মানসিক ভারসাম্যহীন শ্রমিক শাহিন (২০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত শাহিন সুদূর গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার ফজলুপুর এলাকার মৃত রফিকুল মিয়ার ছেলে।
সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার লক্ষনখোলা সোহাগপুর টেক্সটাইল মিলের স্টাফ কোয়ার্টার বসবাস করে আসছে। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাত ১০টা থেকে ১১টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত স্টাফ কোয়াটারে ভিতরে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আত্মহত্যাকারী শ্রমিকের মামাত ভাই হামিদুল ইসলাম বাদী শুক্রবার (৩১ জানুয়ারী) বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করেছে। যার অপমৃত্যু মামলা নং- ৪ তাং- ৩১-১-২০২৫ইং।
অপমৃত্যু মামলার তথ্য সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার ফজলুপুর এলাকার মৃত রফিকুল মিয়ার ছেলে শাহিন মিয়া দীর্ঘদিন ধরে বন্দর থানার লক্ষনখোলাস্থ সোহাগপুর টেক্সটাইল মিলসের শিক্ষানবীশ শ্রমিক হিসেবে চাকুরি করে আসছিল।
সে সাথে শিক্ষানবিশ শ্রমিক শাহিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ভাবে জীবন যাপন করে আসছিল। এর ধারাবাহিকতা গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে যে কেন সময়ে স্টাফ কোয়াটারে ব্যবহৃত গামছা এবং মাফলাট দিয়ে ফ্যানের হুকের সহিত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারন নির্নয়ের জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অপম ত য
এছাড়াও পড়ুন:
১ ঘণ্টায় লেনদেন ৯৬ কোটি টাকার
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, দর কমেছে ১২৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৯৬ কোটি ২২ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৭৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫ টির, দর কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৪৩ লাখ টাকা।
এসকেএস