মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
Published: 31st, January 2025 GMT
সোনারগাঁ উপজেলায় মছলন্দপুর যুব সমাজের আয়োজনে সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপুর সার্বিক তত্বাবধানে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার বারদী ইউনিয়নে মছলন্দপুর খেলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলায় সজীব একাদশ ২-১ গোলে আল-আমীন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, এ ধরনের ফুটবল খেলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে পারি। তিনি আমাদের ক্রীড়া জগতের এক অন্যতম নক্ষত্র।
খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্ধোধন করেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি সভাপতি ও বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আজগর।
পরে প্রধান অতিথি বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং পুরস্কার তুলে দেন। রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন অতিথিরা।
ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সজীব একাদশের সোহাগ। সর্বোচ্চ গোল দিয়ে পুরো টুর্নামেন্টের ‘ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কারে ভূষিত হন সজীব একাদশের সোহাগ। তার হাতে ক্রেস্ট তুলে দেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
এ সময় বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম।
উপদেষ্টা হিসাবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক পিরোজপুর মাসুম রানা, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বি.
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাফির উদ্দীন মজনু, আতাউর রহমান, এডভোকেট সাদ্দাম হোসেন, সহ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার,নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নোয়াগাঁো ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, জাসাসের উপজেলার আমির হোসেন, উপজেলা কৃষকদলের ফজলুল হক,সদস্য সচিব ফজলুল হক প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ র স রহম ন উপজ ল
এছাড়াও পড়ুন:
পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি
হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে স্মারকলিপি দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা–কর্মচারী।
বৃহস্পতিবার ২৮ হাজার ৩০৭ কর্মীর সই করা এক হাজার ৪২৮ পৃষ্ঠার এই স্মারকলিপি উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হয়।
এতে বলা হয়, সংস্কার দাবির কারণে মাঠপর্যায়ে কোনো কর্মসূচি না থাকা সত্ত্বেও গত ১৬ অক্টোবর পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১০ জন কর্মকর্তাকে বিনা নোটিশে চাকরিচ্যুত করে। একই দিন তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরদিন সকাল থেকে শুরু হয় কর্মকর্তাদের গ্রেপ্তার এবং আরও ১৪ জনকে চাকরিচ্যুত করা হয়। এই ঘটনায় সমিতির কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দেয়, যার ফলে কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
স্মারকলিপি আরও বলা হয়, আরইবি এখনও মামলা, চাকরিচ্যুতি, বদলি, সাসপেন্ড বিভিন্ন হয়রানিমূলক পদক্ষেপ অব্যাহত রেখেছে। শুধু স্মারকলিপিতে সই দেওয়ার কারণেও সম্প্রতি মাদারীপুর ও রাজশাহীর কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীকে সংযুক্ত করে তদন্তের নামে হয়রানি ও শাস্তি দেওয়ার চেষ্টা চলছে। চাকরি হারিয়ে, মামলা ও জেল-জুলুমের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খুবই মানবেতর জীবনযাপন করছে। এমনকি ক্ষতিগ্রস্তদের ছেলেমেয়ের পড়াশোনাও চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এর আগে গত ২৫ জানুয়ারি সমিতির ৩০ হাজার কর্মকর্তা-কর্মচারীর সই করা স্মারকলিপি জমা দেওয়া হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্মারকলিপিতে মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানানো হয়েছে।