ট্রাক্টরের চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
Published: 31st, January 2025 GMT
নরসিংদীর বেলাবতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মটরসাইকেল আরোহী বেলায়েত হোসেন (৪০) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের শেখেরবাজার-আগরপুর সড়কের লোহাজুরীচক চৌরাস্তা মোড়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেলায়েত হোসেন উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ পশ্চিম পাড়া গ্রামের লুৎফুর রহমান কাঞ্চনের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বেলায়েত হোসেন মোটরসাইকেল দিয়ে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষীপুরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শেখেরবাজার-আগরপুর সড়কের লোহাজুরীচক চৌরাস্তা মোড়ের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুু হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। ট্রাক্টর চালকের সহযোগিকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন উপজ ল র
এছাড়াও পড়ুন:
তিরিশের বেশি বয়সীদের ব্রেনের জন্য যা যা করা প্রয়োজন
বয়স তিরিশের বেশি হলেই ব্রেনের যত্নে আমাদের আরও বেশি মনোযোগী হওয়া দরকার। কারণ এই সময় অনেকগুলো হরমোনের উৎপাদন কমে যায়, ফলে শরীর ও ব্রেনে বিভিন্ন পরিবর্তন দেখা দেয়। মনোবিদরা বলছেন, তিরিশের বেশি বয়সীদের ব্রেনের যত্নে ৫ টি দিক খেয়াল রাখা উচিত।
১.তিরিশের বেশি বয়সীদের শরীরের জন্য প্রয়োজন পর্যাপ্ত প্রোটিন। আর ব্রেনের জন্য প্রয়োজন ভিটামিন ডি এবং ম্যাঙ্গানিজ। পর্যান্ত পরিমাণ ভিটামিন ডি এবং ম্যাঙ্গানিজের অভাবে ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। রাগ বেড়ে যেতে পারে। এ ছাড়াও ভুলে যাওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে। অর্থাৎ যেকোন কিছু মনে করা কঠিন হতে পারে। সুতরাং এমন খাবার গ্রহণ করা উচিত যা শরীর এবং ব্রেনের জন্য ভালো।
২. আধুনিক জীবনে ব্যস্ততার অভাব নেই। তিরিশের পরে ক্যারিয়ার, ফ্যামিলি, দায়িত্ব নিয়ে ব্রেনে ক্রমাগত উত্তেজনা বাড়তে থাকে। এ সময় আপনি যদি আপনার ব্রেনকে বিশ্রাম না দেন, তাহলে ব্রেন ক্ষতিগ্রস্ত হবে। যেমন একটি ট্রেনকে বিশ্রাম দিতে হয়, ব্রেনকেও সেভাবে বিশ্রাম দিন। স্ক্রিন টাইম কমিয়ে ফেলুন। হাসি-খুশি থাকার উপায় খুঁজে নিন।
আরো পড়ুন:
তরমুজের বীজের স্বাস্থ্য উপকারিতা
আমরা কেন ঘুমাই
৩. তিরিশ বছরের পরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন জাতীয় হরমোনের উৎপাদন কমতে শুরু করে। যার প্রভাব পরে ব্যক্তির মন ও মেমোরির ওপর। এই সমস্যা মোকাবিলা করার জন্য ব্যায়াম করা জরুরি। ভার উত্তোলন—এর মতো ব্যায়াম বেশি উপকারী।
৪. তিরিশের পরে মন সব সময় শান্ত রাখা কঠিন। সুতরাং মেন্টাল ফিটনেস ঠিক রাখার জন্য একটি রুটিন ফলো করতে পারেন। মেডিটেশন, জার্নালিং, গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন।
৫. লাভ হরমোন ‘অক্সিটোসিন’ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করে। যার ফলে ব্যক্তি অনেক বেশি একাকীত্ববোধ করেন, বিরক্তির প্রকাশ ঘটান। এই সময় পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দিন।
সূত্র: আভাসা মেন্টাল হেলথ থেকে অনূদিত
ঢাকা/লিপি