সাব্বির সেন্টু’র উপন্যাস গ্রন্থ ‘স্বপ্নভরা দুটি চোখ’র মোড়ক উম্মোচন
Published: 31st, January 2025 GMT
২০২৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত সাব্বির আহমেদ সেন্টুর উপন্যাস গ্রন্থ "স্বপ্নভরা দুটি চোখ" এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৫ম তলাস্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন আয়োজিত ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর মো.
ছড়াকার ও সাংবাদিক মোখলেছুর রহমান তোতার প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সহ ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামালউদ্দিন বারী। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
বিশেষ আলোচক হিসেবে ছিলেন সুরকার,গীতিকার ও কন্ঠশিল্পী এস এ শামীম,বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ফরিদ আহমেদ রবি।
স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন রোমেছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা গাজী সাঈদ দেলোয়ার।
অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক নাফিজ আশরাফ,দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক, কবি ও লেখিকা লিজা কামরুন্নাহার,ব্যবসায়ী ও সমাজ সেবক ফেরদৌস আলম ভূইয়া মিঠু,কবি ও ছড়াকার চঞ্চল মেহমুদ কাশেম,ছড়াকার নজরুল ইসলাম শান্তু,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেলী আক্তার,সাধারণ সম্পাদক মোমেন ইসলাম,ঢাকা বিভাগীয় সভাপতি সেলিনা সুলতানা শিউলি, সাপ্তাহিক সত্যের পাতা’র সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা, কবি ও চিত্রশিল্পী শম্পা ইসলাম মিনা,কবি ডাঃ বশির আহাম্মেদ তুষার,নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের আহবায়ক কাজী আনিসুল হক হীরা,ব্যবসায়ী ও সমাজ সেবক মজিবুর রহমান,সম্মিলিত নাট্যকর্মী জোট,নারায়ণগঞ্জ এর সিনিয়র সহ-সভাপতি মেহফুজুর রহমান,নাট্য পরিচালক এম এ মালেক, নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক খবির আহাম্মদ,টিভি ও মঞ্চ অভিনেতা খালিদ সাইফুল্লাহ, কবি আবুল কালাম আজাদ,হারুনুর রশীদ সাগর, এস এ বিপ্লব, ওমর ফারুক আল মামুন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন ও সোনিয়া আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. রুমন রেজা বলেন,নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে নারায়ণগঞ্জের সাহিত্য অঙ্গনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাব্বির আহমেদ সেন্টু অনেক আগে থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। তার দীর্ঘ দিনের অভিজ্ঞতার ঝুলি রয়েছে সেই ঝুলি থেকে অনেক গল্প,উপন্যাস,ছড়া,কবিতার বই প্রকাশ করে যাচ্ছে। এখন যা হচ্ছে এগুলো তার সেই কষ্টের ফসল। আমার দৃঢ় বিশ্বাস সেন্টু একদিন ভাল কিছু করবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।