গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে স্ট্রোক করে তিনি মারা যান।

নিহত মুসল্লির নাম ছাবেত আলী (৭০)। তিনি শেরপুর জেলার শ্রীবর্দী থানার ৩ নম্বর রাণীশিমুল এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আব্দুল্লাহ।

বাংলাদেশ তাবলীগ জামাত শরিয়ায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাবেত আলী ইজতেমার ৪৬ নম্বর খিত্তায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামের আরও এক মুসল্লির মৃত্যু হয়। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম লোকমান হোসেন গাজী।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ ব ইজত ম

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম স্বপন (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে পৌরসভার বিন্নগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম আলম বলেন, ‘‘বড় ভাইয়ের নতুন বাসা তৈরির কাজ চলছিল। ঈদে নির্মাণ শ্রমিকরা ছুটিতে থাকায় তিনি নিজেই নবনির্মিত বাসার ছাদে পানি দিতেন। বুধবার রাতেও পানি দিতে ছাদে উঠেন তিনি। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে তার স্ত্রী ছাদে উঠেন। এ সময় ভাইকে বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ছাদে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।’’

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ