ফরিদপুরে ফরহাদ প্রামাণিক (২১) নামে এক রিকশাচালককে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।

শুক্রবার দুপুর ২টার দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ প্রামাণিক রাজবাড়ী সদরের পাচুড়িয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা সাত্তার প্রামাণিকের ছেলে। এক বছর আগে ফরহাদ বিয়ে করেছেন। তার স্ত্রী সন্তানসম্ভাবা।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার একটি শিশু একটি মুঠোফোন খুঁজে পায়। ওই ফোনে ফরহাদের বাবা কল করে তার ছেলে সম্পর্কে জানতে পারেন। পরে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ফরহাদের বাবা সাত্তার প্রামাণিক জানান, তার ছেলে ফরহাদ বৃহস্পতিবার বিকেলে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৯টার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার দুপুরে মুঠোফোনটি চালু করা হলে একটি শিশুর কথা শুনতে পান ফরহাদের বাবা।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আসাদউজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে ব্যাটারিচালিত রিকশাটি হাতিয়ে নেওয়ার জন্য ফরহাদকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ফরহ দ

এছাড়াও পড়ুন:

বাংলা ভিশন ও বৈশাখী টেলিভিশনে আজ যা দেখতে পারেন

সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বৈশাখী টেলিভিশন

সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। অতিথি: কণ্ঠশিল্পী পূজা। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী আশিক ও আয়শা জেবিন দিপা। বেলা একটায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান।

‘মন খারাপের ঘর’ নাটকে খায়রুল বাসার, তানজিন তিশা

সম্পর্কিত নিবন্ধ