দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। এরমধ্যে ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে ১ টাকা।
আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা এবং কেরোসিন ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে ১ টাকা। পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ও ১২৬ টাকায়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘এ’ ক্ষমতা থেকে চলে গেছে, মনে হয় ‘বি’ ক্ষমতায় বসেছে: মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এ’ ক্ষমতা থেকে চলে গেছে, এখন মনে হয় ‘বি’ ক্ষমতায় বসেছে। প্রশাসন ‘বি’–এর কথামতো চলে। বিভিন্ন জায়গায় দখলদারত্ব, চাঁদাবাজির শেষ নেই। এত বড় অভ্যুত্থান ও এত আত্মত্যাগের পরেও এগুলো চলছে।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামের ওপর স্থানীয় বিএনপির হামলা এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতা–কর্মীদের ওপর হামলা-মিথ্যা মামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘প্রশাসনের লোক মনে করছে, “এ”–এর বদলে “বি” আসবে। তাই পুলিশ কোনো বিশেষ ব্যক্তির নির্দেশে চলবে, এমন পুলিশ প্রশাসন আমরা চাই না। অন্যায়ের সঙ্গে মাথা নত করব না, জেল খেটেছি, মার খেয়েছি, জুলুম–নির্যাতন সহ্য করেছি। গণতন্ত্র মঞ্চের অন্যান্য দলের লোকদের ওপর এমন হামলা চলছে।’
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা সরকারের উদ্দেশে বলতে চাই, দেশের আইনশৃঙ্খলা ঠিক করেন, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরুন, নইলে সাধারণ মানুষের কাছে এই গণ–অভ্যুত্থান মূল্যহীন হয়ে যাবে। যত দ্রুত সম্ভব সংস্কার করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।’
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। ঢাকা, ০১ মার্চ