Risingbd:
2025-04-04@03:26:05 GMT

‘ঝলমলে রানী’ অপু বিশ্বাস

Published: 31st, January 2025 GMT

‘ঝলমলে রানী’ অপু বিশ্বাস

পরনে সাদা রঙের পোশাক। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। গলায় নেকলেস, কানে দুল। চোখে কাজল। চোখে-মুখে স্মিত হাসির ঢেউ বয়ে যাচ্ছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ফেসবুক পোস্ট করা ছবিতে এমন লুকে দেখা যায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

অপু তার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এসব ছবিতে মেদহীন অপুকে দেখে উচ্ছ্বসিত তার সহকর্মী-ভক্তরা। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন— “রানী ঝলমল করবে, বিদ্বেষীরা ঘৃণা।”

প্রথম সন্তানের মা হওয়ার পর অপু বিশ্বাসের শারীরিক ওজন বেড়ে যায়। যদিও এটা বেশ পুরোনো ব্যাপার। কিন্তু ওজন ঝরিয়ে ফিট হতে অনেকটা সময় লেগে গেছে তার। মেদ ঝরানোর সংগ্রামের ফসলই এসব ছবি। যা দেখে মুগ্ধ সবাই।

আরো পড়ুন:

বিদ্যার সঙ্গে চর্চিত চুম্বন দৃশ্য নিয়ে নীরবতা ভাঙলেন প্রতীক

কুম্ভ মেলা থেকে বলিউডে, ভাইরাল মোনালিসার ভাগ্যবদল

চিত্রনায়িকা পলি লেখেন, ‘বিউটিফুল।’ অভিনেত্রী-সঞ্চালক শ্রাবণ্য তৌহিদা লেখেন, ‘ওয়াও! খুব সুন্দর।’ অপু তার ফেসবুক পেজেও একই ছবি শেয়ার করেছেন। তিন ঘণ্টায় এসব ছবিতে রিঅ্যাক্ট পড়েছে ১৩ হাজারের বেশি। মন্তব্য পড়েছে দেড় হাজারের অধিক।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

বেকহ্যামের জন্মদিনে মেসি-আন্তোনেলার ঝলমলে উপস্থিতি

ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতে তারকাদের মেলা বসেছিল। তবে সেই অনুষ্ঠানে আলো কেড়ে নিয়েছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।  

ইন্টার মায়ামির মালিক ও সাবেক ইংলিশ তারকা বেকহ্যামের এই বিশেষ আয়োজনে অতিথি ছিলেন তার ক্লাবের তারকা খেলোয়াড়রাও। মেসির পাশাপাশি যোগ দেন তার সতীর্থ সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ। এছাড়াও আমন্ত্রিত ছিলেন ক্রীড়া জগতের অন্যান্য কিংবদন্তিরা, যার মধ্যে ছিলেন সাতবারের সুপার বোল জয়ী টম ব্র্যাডি এবং চারবারের এনবিএ চ্যাম্পিয়ন শাকিল ও'নিল।

বেকহ্যাম তার ইনস্টাগ্রামে পার্টির কিছু ছবি শেয়ার করে লেখেন, ‘আমি আগেভাগেই উদযাপন শুরু করলাম। মায়ামিতে দারুণ এক রাত কাটল। অসাধারণ বন্ধু ও পরিবারের সঙ্গে ৫০ বছর উদযাপন শুরু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’

তবে মেসি ও তার স্ত্রী আন্তোনেলা সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি সাড়া ফেলেন। সবুজ রঙের সুন্দর গাউনে হাজির হয়ে আন্তোনেলা নজর কাড়েন অতিথি ও ভক্তদের। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে কেবল একটি সবুজ হৃদয়ের ইমোজিই দিয়েছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়।  

বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া আন্তোনেলার পোশাকের প্রশংসা করে লিখেছেন, ‘তোমাকে এই পোশাকে অসাধারণ লাগছে, অনেক ভালোবাসা।’  

ব্রাজিলিয়ান গায়িকা ও অভিনেত্রী জিউলিয়া মন্তব্য করেছেন, ‘অসাধারণ!’ 

অন্যদিকে, রোমারেই ভেনচুরা (জর্ডি আলবার স্ত্রী) চারটি ইমোজি পাঠান এবং সার্জিও বুসকেটসের স্ত্রী এলেনা গালেরা তিনটি হৃদয়ের ইমোজি দেন। এমনকি জনপ্রিয় লাতিন সংগীতশিল্পী বেকি জি মন্তব্য করেন, ‘মামি!’

জন্মদিনের এই পার্টির পর ইন্টার মায়ামি এখন মেজর লিগ সকারের মাঠে ফিরবে। বর্তমানে তারা ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থানে রয়েছে। তবে মাঠের লড়াইয়ের আগে বেকহ্যামের জন্মদিনের এই বিশেষ রাত ফুটবলপ্রেমীদের মনে দারুণ এক স্মৃতি হয়ে থাকবে।

সম্পর্কিত নিবন্ধ

  • বেকহ্যামের জন্মদিনে মেসি-আন্তোনেলার ঝলমলে উপস্থিতি