মাদক, চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং প্রতিরোধের ঘোষণা সিদ্ধিরগঞ্জ ওসির
Published: 31st, January 2025 GMT
এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ী, চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং প্রতিরোধের ঘোষণা দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম।
তিনি বলেন, এলাকার কোথায় কোথায় এবং কারা মাদক, চুরি, ছিনতাই এবং কিশোরগ্যাংয়ের সাথে জড়িত আপনারা সবাই আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনাদের কাছ থেকে তথ্য পেলে আমরা তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহন করব।
আপনাদেকে সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একসাথে কাজ করব। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনাদের পরিচয় গোপন রাখা হবে। সমাজের সকল স্তরের মানুষ যদি ঐক্যবদ্ধভাবে থানা পুলিশকে সহযোগিতা করেন তাহলে অপরাধীরা সমাজে টিকতে পারবে না।
শুক্রবার (৩১ জানুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ডের মৌচাক চিস্তিয়া বেকারী এলাকায় মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির পরিচিতি সভা ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ওসি শাহীনুর আলম বলেন, সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মধ্যে আপনারা সর্ব প্রথম একটি ভাল উদ্যোগ গ্রহণ করেছেন।
আমি চাই সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মধ্যে মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটি একটি মডেল হিসেবে কাজ করবে যেন অন্যরা তাদেরকে অনুসরণ করে সামাজিক শৃঙ্খলা তৈরীতে ভুমিকা রাখতে পারে। আপনাদের পাশে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মাওলানা মাহমুদুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অত্র পঞ্চায়েতের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, হাফেজ জাহের আলী, মুহাম্মদ আলী, আলহাজ¦ মো: মিজানুর রহমান মিঞা, আলহাজ¦ মুহাম্মদ দুলাল মিয়া, মো: মুসলিম, মো: বাদল ও মো: শরীফুল ইসলাম।
এসময় ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এবং তাদেরকে উপস্থিত সকলের সামনে পরিচয় করিয়ে দেয়া হয়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ আপন দ
এছাড়াও পড়ুন:
ঈদের দিন নিহত সুমাইয়ার বাসায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন অন্তর্র্বতী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (৩১ মার্চ) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় সুমাইয়ার বাসায় উপস্থিত হন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণঅঞ্চলের সংগঠক শওকত আলি।
এ সময় সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিহত সুমাইয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের বর্তমান অবস্থার খোঁজখবর নেন এবং ঈদ উপহার তুলে দেন।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “সুমাইয়ার মতো এমন অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। বর্তমান সরকার এ সকল হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে আন্তরিকভাবে তৎপর রয়েছে। ভুক্তভোগী এসবপরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা তাদের পাশে আছি”।
পরে উপদেষ্টা মাহফুজ আলম নিহত সুমাইয়ার মায়ের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতোয় নাগরিক পার্টি এনসিপি নারায়ণগঞ্জ সংগঠক জোবায়ের হোসেন তামজীদ, ফয়সাল আহমেদ ফজলে রাব্বি, সোহেল খান সিদ্দিক, রাইসুল ইসলাম, শাহাবুদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই বিকেলে সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় মায়ের বাসায় ঘরে আড়াই মাস বয়সের শিশু মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে ছাত্র জনতার আন্দোলনের দৃশ্য দেখছিলেন সুমাইয়া আক্তার।
বারান্দায় দাঁড়ানোর কয়েক মিনিটের মধ্যে আচমকা আকাশে ওড়া হেলিকপ্টার থেকে ছোঁড়া একটি গুলি বারান্দার গ্রিল ভেদ করে সুমাইয়ার মাথায় বিদ্ধ হয়।
এসময় রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন সুমাইয়া। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথেই সুমাইয়ার মৃত্যু হয়।
বিশ বছর বয়সের তরুণী সুমাইয়া গার্মেন্টস কর্মী ছিলেন। স্বামী মো. জাহিদ এবং আড়াই মাস বয়সের মেয়ে সুয়াইবাকে নিয়ে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তারা।
দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে স্বামী ও শিশু সন্তানকে নিয়ে নিজ বাসা থেকে সিদ্ধিরগঞ্জে মায়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন সুমাইয়া।