নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের মতবিনিময় শনিবার
Published: 31st, January 2025 GMT
শিল্প-বাণিজ্য নগরি ও নদী বন্দর হিসেবে নারায়ণগঞ্জের পরিচয় ব্রিটিশ ভারতে শুধু নয় প্রাচ্য ও পাশ্চাত্য সব দেশেই। কয়েক হাজার বছরের জনপদ এই নারায়ণগঞ্জ। এক সময় পূর্ববঙ্গের রাজধানী হিসেবে পরিচালনার কারণে নারায়ণগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য গোটা ভারতবর্ষে ও এর বাইরে গুরুত্ব পেয়েছে। দেশ-ভাগ, ভাষা-সংগ্রাম, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নারায়ণগঞ্জ। কিন্তু বিগত কয়েক দশকে দেশে ও দেশের বাইরে নারায়ণগঞ্জের প্রধান পরিচয় হয়ে উঠেছে “সন্ত্রাসের নগরি”।
রাষ্ট্রের কোষাগারে দেশের সর্বোচ্চ কর জমা পরে নারায়ণগঞ্জ থেকে। অথচ নারায়ণগঞ্জ দেশে ‘বি-কেটাগরি’র জেলা। প্রতিটি সরকারের অবহেলা এই জেলাকে দুর্বল করে রেখেছে। সরকারের সাথে যুক্ত রাজনৈতিক প্রতিনিধিরা ব্যস্ত থেকেছে লুট-পাট নিয়ে। প্রতিটি সরকারের ছত্রছায়ায় এখানে দুর্বৃত্তচক্র গড়ে উঠেছে। যারা সর্বক্ষেত্রে চাঁদাবাজি, ভূমি-দস্যুতা, মাদকের ব্যবসা, হাট-ঘাট-বাজার, পরিবহন, ব্যবসা-প্রতিষ্ঠান দখলে নিতে হয়ে উঠেছিল বেপরোয়া। বিগত সরকারের শাসনামলে তা বয়াবহ আকার ধারণ করেছিল। তাদের এই কাজে বাধা দিলে হত্যা করে লাশ বানিয়ে ভাসিয়ে দিত শীতলক্ষ্যা নদীতে। গত ৫ আগষ্ট শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান হয়েছে। কিন্তু তার তৈরি করা ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো টিকে আছে। আমরা নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের সহযোগীদের কণ্ঠস্বর এখনো শুনতে পাচ্ছি। ফ্যাসিবাদের দোসররা নতুন পোশাকে বিভিন্ন জায়গায় আবির্ভূত হচ্ছে।
এমনি বাস্তবতায় নারায়ণগঞ্জে বসবাসরত নাগরিকদের অধিকার আদায়ে আরও সচেতন ও সক্রিয় হওয়া জরুরি বলে আমরা মনে করছি। সে লক্ষে “নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন”এর ব্যানারে শনিবার ( ১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে (৫ তলা)। কাঙ্খিত নারায়ণগঞ্জ গড়ে তুলতে দুর্বৃত্তবিরোধী সামাজিক সকল শক্তির ঐক্য ও সক্রিয়তা অপরিহার্য বলে আমরা মনে করি। সভায় সভাপতিত্ব করবেন রফিউর রাব্বি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ সরক র র
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।